somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিফারেন্ট বাট সেম সেম

০১ লা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামীলীগ আর জামাতের মধ্যে আচরণগত মিল এখন পরিস্কার। একদল ৭১ নিয়ে ধান্দা করতে চায় আরেক দল২৪ নিয়ে ধান্দা করতে চায়। একদল ৭১কে ভুল বলে একদল ২৪কে ভুল বলে। কিন্তু দুই দলের আসল উদ্দেশ্য একই।
স্যাটায়ার অনলাইন ম্যাগাজিনে কিছু ছবি প্রকাশিত হয়েছে। সেই ছবিগুলো দুই দলের ভেতরে মিলটা স্টষ্ট ভাবে ফুটে উঠেছে। ছবিগুলো শেয়ার করা হল




এছাড়া আরিফ রহমানের একটি লেখাও শেয়ার করা হল-
শেখ হাসিনার পুংবর পুত্র সজীব ওয়াজেদের আজকের স্ট্যাটাস পড়ে আমার পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার সাদুল্লাহর লেখা 'ইস্ট পাকিস্তান টু বাংলাদেশ' বইটার কথা মনে পড়ল।
জয় লিখেছেন—তথাকথিত 'জুলাই দাঙ্গা'য় যারা ভুল করে অংশ নিয়েছিল তাদের প্রতি তার নাকি কোন ক্ষোভ নাই। তারা নাকি আমাদের ক্ষমা করে বুকে টেনে নিতে রাজি আছে।
তো ব্রিগেডিয়ার সাদুল্লাহের কাহিনী বলি। ভদ্রলোক ১৯৭১ সালে পাকিস্তান থেকে পূর্ব বাংলায় পোস্টিং নিয়ে আসছেন। আইসা বাংলাদেশ ঘুরতে গিয়ে দেখেন বিভিন্ন স্কুলের সামনে শহীদ মিনার। ভদ্রলোক বর্ণনা দিচ্ছেন—
'হাইস্কুল পেরুবার সময় আমরা দেখলাম একটা শহীদ মিনার। এই জিনিসটা কি জিনিস একটু বর্ণনা দেয়া যাক, কোথাকার কোন ভাষা আন্দোলনের সময় নাকি ঢাকার দুই-তিনজন ছাত্র মারা যায়, তারপর থেকেই হিন্দুয়ানী বাংলার স্কুলে স্কুলে শহীদ মিনার গজায়। মিনারের পাদদেশে আছে একটি কবর। প্রতিদিন সকালে মিনার প্রদক্ষিণ একটা রিচুয়াল। খালি পায়ে, হাতে ফুল নিয়ে প্রভাতফেরিতে অংশ নিতে হয়।'
আপনি আমি তো বাংলাদেশে ৫৪ বছর ধরে আছি, আমরা সবাইই জানি শহীদ মিনারে কোন কবর নাই আর কোন স্কুলেই এটার চারপাশে ঘোরার রিচুয়াল নাই।
বাঙালির উপরে এরকম বহু মিথ্যা অব্জারভেশন চালিয়ে দিয়ে তাকে হিন্দু এবং নিধনযোগ্য প্রমাণ করে তারপর গোটা একাত্তর জুড়ে নিধন করেও যখন বাঙালির হাতে পরাজিত হয়ে পাকিস্তান হানাদার বাহিনী, জামায়াত আর আলবদরকে পালাতে হয়েছিলো ইদুরের মতো- একটু মনে করে দেখেন- সেসময় তাদের আলাপ কি ছিলো?
সাদুল্লাহ লিখেছেন, স্কুলে স্কুলে হিন্দুদের প্ররোচনায় শহীদ মিনার থাকলেও অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ মুসলমান। অনেকে ভারতের প্ররোচনায় ভাষা আন্দোলন করলেও পরে ভুল বোঝে।
ঠিক যেমন সজীব ওয়াজেদ বলেছেন অনেক মানুষ ভুল তথ্য শুনে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এখন ভুল বুঝতে পারছে।
খেয়াল করেন বাঙালি জাতির উপর পঞ্চাশ বছরে দুইবার গণহত্যা পরিচালনা করা হয়। একবার ১৯৭১ সালে একবার ২০২৪ সালে। দুইবারই যারা গণহত্যা পরিচালনা করেছে তাদের টোন, তাদের যুক্তি, তাদের ব্লেইমিং এটিচিউড একই রকম।
একাত্তরে পরাজয়ের পর পাকিস্তানে পালায় রাজাকার সর্দার গোলাম আজম, প্রথমে পাকিস্তানে এরপর পাকিস্তান থেকে লন্ডনে। সেখান থেকে চালু করে 'পাকিস্তান পুনঃরুদ্ধার কমিটি'। আশির দশকের শেষভাগ পর্যন্ত বিভিন্ন দেশে দেশে বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে যুক্ত করার জন্য শক্ত লবিং করে। বিভিন্ন দেশে চিঠি পাঠায় বাংলাদেশকে যেন স্বীকৃতি দেয়া না হয়।
একেবারে সেইম কায়দায় আওয়ামী লীগের বড় বড় নেতারা এখনো পলাতক শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী সম্বোধন করে। বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠিয়ে বলে সরকার উৎখাত করতে। আমাদের এককালের বড়ভাই ব্যারিস্টার নিঝুম মজুমদার দেখলাম একটা ভারতীয় টেলিভিশনে বলছেন ভারতীয় সেনাবাহিনী যেন বাংলাদেশে আক্রমণ চালিয়ে বাংলাদেশ দখল করে নেয়। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকারও ভারতকে আহ্বান জানান বাংলাদেশের সমস্যা মীমাংসা করে দিতে।

একেবারে খাপে খাপে গোলাম আজমের ভূমিকায় অবতীর্ণ আওয়ামী লীগের এক্টিভিস্টেরা। অবাক লাগে না?
ঠিক এরকম আরেকটা বিষয় হইতেসে শহীদ সামান্যীকরণ। হাসিনার সমর্থকেরা একশ পুলিশ হত্যা হয়েছে- দিয়ে শুরু করে বাড়াতে বাড়াতে তিন হাজার পুলিশ হত্যাকান্ডে নিয়ে গেছে, কিন্তু নিজেরা জুলাইতে কোন হত্যাকাণ্ড করেছে স্বীকার করে না। অথচ অন্তত এক হাজার ভিডিও ফুটেজ বহাল আছে তাদের নির্মম হত্যাকাণ্ডের। সেইসব ভিডিওতে তারা হাসে। মজা নেয়। নোংরামি করে।
একইভাবে দেখবেন জামাতিরা একাত্তরের শহিদের সংখ্যা কমাতে কমাতে পঞ্চাশ হাজারের নিচে নিয়ে আসতে চায়, কিন্তু বিহারি হত্যাকাণ্ডের কথা উঠলেই তিন লাখের নিচে নামতে রাজি না। মজার ব্যাপার হচ্ছে যেই গবেষকের বরাতে একাত্তরে বিহারি হত্যাকাণ্ডকে তিন লাখ দেখানো যায় (রুডলেফ জোসেফ রামেল, স্ট্যাটিস্টিকস অফ ডেমোসাইড) সেই একই গবেষক বলেন একাত্তরে বাঙালি হত্যা হয়েছে তিরিশ লাখ। ঐটা আবার তাদের ভালো লাগে না।
একই ভাবে আওয়ামী লীগও জাতিসংঘ রিপোর্টের যেই অংশটা ৫ আগস্টের পরের তিনদিনের সহিংসতার কথা বলে ওই অংশ নিয়ে সোচ্চার- কিন্তু জাতিসংঘের রিপোর্টের প্রাণভ্রমরা যেই সাধারণ, বেসামরিক, নিরস্ত্র ছাত্র হত্যার খতিয়ান—সেটা নিয়ে কোনো আলাপ করে না।
আরে ভাই জাতিসংঘের প্রচ্ছদের রিকশায় যেই ছেলেটার লাশ—সেই শহীদ নাফিজ কি পুলিশের লোক, নাকি আওয়ামী লীগ করতেন?
বাংলা মায়ের দুর্ভাগ্য নিজের দেশের মানুষের হাতেই তার সন্তানদের বারবার মরতে হয়েছে।
বছর ঘুরে জুলাই আবার এসেছে। অনেক হতাশা আছে, অনেক না পাওয়া আছে, অনেক দুঃখ-লজ্জা-ক্লেদ আছে। একজন জুলাই শহীদের কন্যা বাবার কবর জিয়ারত করে ফেরার পথে ধর্ষিত হয়েছে, পরে আত্মহত্যা করেছে। তারপর সেদিন মুরাদনগরে সংখ্যালঘু নারীটির উপর চরম নির্মমতা- জেলায় জেলায় মব, পিটিয়ে মানুষ মেরে ফেলা। এইসব লজ্জা আমরা কোথায় রাখব?
হতাশা আছে, দুঃখ আছে, অনেকবার মাথা নিচু হয়ে যাওয়া আছে- এইসব ক্লেদ নিয়েও জুলাই আমাদেরই। জুলাইকে ডিজওউন করে বাংলাদেশে আর এক কদম সামনে হাঁটা যাবে না।
জুলাই শত্রু চেনায়...
জুলাই বাংলাদেশকে ফেরায়...

earki.co
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৫ রাত ৮:১৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি তথা তারেক রহমান কেন বলছেন না......

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৩৮



জামাত, গৃহপালিত জাতীয়পার্টি, পতিত ও নিষিদ্ধ ঘোষিত আম্লিগ এবং বিএনপি এই চারটি রাজনৈতিক দলই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল। অন্য যে আরো ৩০/৪০ দল আছে সেগুলো বলতে গেলে প্যাডে পোস্টারে... ...বাকিটুকু পড়ুন

প্রেম-বিবাহ সমাচার !:#P

লিখেছেন আরোগ্য, ১৩ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩০




১. আমার এক আত্মীয় ভাই প্রেম বিবাহ করে। ওগো জোড়া পুরা "রাব্ব নে বানাদি জোড়ি", মাশা-আল্লাহ! ভাইও গুন্ডা, ভাবির বাপও গুন্ডা। ভাইয়ের পরিবার বিয়াতে রাজি না দেইখা ইতিহাসের পাতায়... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ৬০ টাকা নিয়ে চট্টগ্রাম এসেছিলেন, আজ ৪৫টি কাচ্চি রেস্টুরেন্টের মালিক[/sb

লিখেছেন শাহ আজিজ, ১৩ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৫২





শাহাবুদ্দীন তালুকদার ২০০১ সালে বাবার দেওয়া ৬০ টাকা নিয়ে বরিশাল থেকে চট্টগ্রাম এসেছিলেন কাজের সন্ধানে। তখন বয়স মাত্র ১৫/১৬ বছর।সেই শাহাবুদ্দীন তালুকদার এখন সমগ্র চট্টগ্রাম বিভাগে প্রসিদ্ধ ৪৫টি কাচ্চি বিরিয়ানির... ...বাকিটুকু পড়ুন

বিএনপিকে ধুয়ে নিজেদের গা মুছছে এনসিপি!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুলাই, ২০২৫ রাত ৯:২৫


আহ্, কী দিনকাল পড়লো! রাজনৈতিক দলগুলো যেন একেকটা কমেডি থিয়েটার খুলে বসেছে। আর সাম্প্রতিক সময়ে 'জাতীয় নাগরিক পার্টি' (এনসিপি) নামের নতুন দলটির কাণ্ডকারখানা দেখলে মনে হয়, তারা যেন আমাদের... ...বাকিটুকু পড়ুন

১২.৫ লিটার সিলিন্ডারে ৮লিটার গ্যাস, বাকিটা বাতাস আর পানি

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৫ রাত ২:৫১



একটা ম্যাজিক স্টিক দরকার। আমার তো নেই। তাই স্রোতের বিপরীতে গিয়ে লিখতে বসলাম। টপিকস হল: দেশে কি আছে , কি পাচ্ছি, কতটা ফাঁকিবাজি।



দেশে শাসক বদলেছে, শাসন ব্যবস্থা বদলায়নি:
---... ...বাকিটুকু পড়ুন

×