১৩.০৫.২০১১
আমার পরীক্ষা কেমন হয় জানবিনা? জানবিনা এই জন্য বলছি যে, আমি জিজ্ঞেস করতাম বলে আমাকেও জিজ্ঞেস করে কাটাকাটি করলে ভালো হতোনা? ঋন টিন থাকতো না আর।
মজার ব্যাপার শোন, ব্লগ থেকে ৬০ টি বৃষ্টির গান নামানোর জন্য মিরাজকে একটা লিষ্ট দিছি। আমার নেটে স্পীড কম বলে ওকে নামাতে বলেছি। - তো এই বিষয় নিয়ে কথা ওঠার এক পর্যায়ে মিরাজ বলে উঠল, তোর আসমানীর সুক্তাকে দেখার খুব শখ ছিল, সুক্তা আপা এখন বিয়ের কেনাকাটায় খুব ব্যস্ত!!’’
হাসির ব্যাপারটা শোন, অমনি আমার একটা ধাক্কা লাগলো। তুই ক্যান মিরাজের সাথে কথা কইছোস? আমারে ফোন দ্যাস নাই মিরাজরে দিছো!!’
হাসিতে দম আটকে আসছে?
শোন, আমার দম আটকে আসেনি তবে হাসি পেয়েছে। মানুষ কত আশ্চর্য স্বভাবের হয়! জীবন যে কি জিনিস, দৈনিক, ঘন্টায় ঘন্টায় বুঝি। আল্লাহ সুখে রাখুক দুখে রাখুক খুব বাচার ইচ্ছা হয়। (এই বাচার ইচ্ছার কথা মনে আসলে আর একটা আশ্চার্যের কথা মনে পড়ে। তোর বিয়ের সময়, বিয়ের দুদিন আগে বার বার বলতি আল্লাহ যেন তোরে নিয়ে যায়। সকাল হলে যেন তুই আর সকাল দ্যাখোনা। আমার যখন হতেই পারোনি তবে যেন অন্য কারোও না হতে হয়। আরও এসব এসব। বিয়ের ঠিক তিন মাস পর যখন আমার কাছে বললি, দাদা, দোয়া করিস, আমার যেন কিছু না হয়। যেন মরে না যাই!!’’
সেসময়ে তো আমার বুক সমান ইমোশন। অবাক হলাম, সাথে চোখ থেকে পানি পরে গেলো। বিয়ের সুখ হেভি সুখ আমিও জানি। কিন্তু সেই কথাটা আমার ভিতরকার সব অবস্থা জানার পরও কি আমাকে বলাটা উচিৎ ছিল? এই দোয়াটা আমার কাছে না চাইলে হতোনা? আমি যদি তোর সাথে দ্বন্দ্বে না-ও-যাই তারপরওতো মনে মনে একবার হলেও ভাবনা ভাবতে পারি, বা ভাবনা এসে যেতে পারে যে, এ কথা আমাকে শোনাচ্ছে ক্যান? আমি ওর সাথে তেমন কি করলাম?
আমার এমন ভাবনা আসতে চায় কিন্তু যখন পূর্বের দিনের তোর ভালোবাসার কথা মনে পরে তখন ভাবতে পারিনা। ভাবি, সেই মেয়ে কি এরকম করে বলতে পারে? তখন তোকে বাচানোর তাগিদে বলি, ও ছোট মানুষ, বোকা মেয়ে বলে বলেছে। যাকে ভালোবাসত তাকে কি এসব বলে নাকি!
পুরনো কথা তুলে লাভ নেই। আমার পাপের প্রায়শ্চিত হচ্ছে। সেই হিসেবে আল্লাহ তোকে স্মৃতিভ্রষ্ট করেছে তোর পূন্যের জন্য। আল্লাহ জানে যে, আমি যতটা করেছি সেটা একান্তই আমি জোর করে করেছি। এটাতে তোর যথেষ্টই আপত্তি ছিল। আমিও তাই দোষিনা। নিজেকে গালি দেই।
দুদিন থেকে ভাবতেছি তোর সাথে মিনিট ২০ শে কথা বলে আমাকে আর ফোন দিতে নিষেধ করে দিবো। ভালো হতো তুই যদি দুরে কোথাও চলে যেতি। অথবা তোর বাড়ি আর এক এলাকায় হতো। বন্ধু বান্ধবের প্রসঙ্গ এলেই ঘুরে ফিরে সবার কথার সাথে তোর কথাও আসে। আবার ঝামেলা লাগে। তারউপর টুকটাক কথা বলি....। ভালোই লাগেনা। এখনো কষ্ট লাগা মানায়?
তুই কত স্বাভাবিক! কত স্বাভাবিক ভাবে আমার সাথে তোর বরের কথা বলো!!
মানুষ, মানুষের ভিতর, মানুষের ধরন........ অবাক লাগে ভাই! আমরা ক্যামন মানুষ যেন!!
অনেক দিন পর লিখলাম। দোকানে কেউ নেই। বাইরে বৃষ্টি হচ্ছে। এখন থেমেও গেছে। বাসায় যেতে হবে। কাজের খালা নেই, উনি তার মেয়ের বাড়িতে ৪ দিনের ছুটিতে গেছে। এ চারদিন আমাদের খাওয়া দাওয়াতে একটু প্রবলেমই হবে।
যাচ্ছি, ভালো থাক।
১৬.০৫.২০১১
তোরে স্বপ্ন দেখলাম। কিন্তু সকালে উঠে মনে করতে পারছিলাম না কি দেখলাম। শুধু কথা বলার জন্য প্রচন্ডরকম চাপ ঠেকছিলাম।
এখন চাপ ঠেকলেও না দিয়ে পারি। দিলে নিজেরই ভালো থাকা হয়না, আরও খারাপ লাগে। তাই এড়িয়ে যাওয়ার চেস্টাই করি।
শরীরটাও ভালোনা। জন্ডিস হলো কি কে জানে! খাওয়া দাওয়া নাই।
ভালো থাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




