গন্ধহীন নকল ফুলের মত আমি
অস্তিত্ব পায় অন্যের ব্যবহারে
স্বপ্ন আমার পিছু ছাড়েনা ।
ওরা আমাকে হাতিয়ার বানিয়েছে, তাই
তোমরা যতই আমাকে মেরে ফেলনা কেন,
আমি বার বার হানা দিব তোমাদের দ্বার গোড়ায়
ছিনিয়ে নিব তোমাদের সন্তানদের।
তাই আমাকে যত কম সময়ের মধ্যে পারো
শান দিয়ে নাও
অথবা, নতুনত্ত দাও।
শুনতে পাচ্ছ কি ?
আমি সদ্য তরুণ, স্বপ্নীল কিশোরের মত প্রানবন্ত
কিন্তু, রাজার গোলাম হয়ে নীতির ঘাড়ে চেপে
আমি কুৎসিত রাক্ষস,
পান করছি তাজা শরীর।
আমাকে বাচাঁও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




