পথ কলি
পথের ধারে একটি শিশু, পড়ে আছে এক কোনে
মা নেই তার বাপ নেই তার, কেউ নেই কোন খানে,
কখন যে তাকে কে জন্ম দিয়েছে, সে নিজেই যানে না
জন্ম তারিখ কবে হবে, বলতে পারে না।
মিষ্টি মুখে দুষ্ট চোখে, কি যে সে বলে
ভাষা গুলো তার যাই না বোঝা, কি যে তার মানে,
হইতো কারো দয়া লাগে তো, একটা টাকা দেয়
বাড়তি খাবার খেয়ে ফেলে দিলে কেউ,
সে দৌড়ে খেয়ে নেয়।
উঁচু উঁচু দালানের মাে ঝ কত না মানুষ থাকে
তাদের মাঝে হইতো বা কেউ বাপও হতে পারে,
এমনও তো হতে পারে, সুন্দর কোন রমনী তার মা
ফেলে চলে গেছে নিজের স্বার্থে শিশুটি জানে না।
জন্ম তারিখ কবে হবে তার, শিশুটি জানে না
কে জানি তাকে আদর করে, নাম রেখে ছিল বনলতা,
এখন সেও কাছে নেই, শিশুটি বড্ড একা
বয়স বেশি হলে সাত কি আট হবে,
অনুমান করা যায়, বাংলাদেশের সরকার তাকে
দিয়েছে পথকলিতে ঠাঁই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





