বৈশাখ
বৈশাখ তুমি সুন্দর, ঝাঁ ঝাঁ ভরা রৌদ্র
বৈশাখ তোমার গন্ধ, সৌরভ ও মিষ্ট,
বৈশাখ তুমি মন মাতানো, কোমর দোলানো নাচ
বৈশাখ তুমি ছোট্ট বোনের বাড়িতে, এসেছ আজ।
বৈশাখ তোমার পথ চেয়ে, ছিল প্রিয়ার নয়ন দু’টি
বৈশাখ তুমি এসেছ বলেই, কিনেছি ইলিশ দু’টি,
গত কাল রেঁধে ছিলাম, লাল হাড়িঁতে করে
চিকন চালের ভাত পানি দিয়ে রেখে দিয়েছি, করেছি পানতা ভাত।
বৈশাখ তুমি ফলের রাজা, আম কাঠাঁল আর লিচু
গাড়ি ভরে যদি পাঠানো না যাই, ছোট্ট বোনের ঘরে,
কত যে শাস্তি পেতে হবে তাকে, বৈশাখই শুধু জানে
তাই তো বৈশাখ ছুটে এসেছে, সবার মনে প্রানে,
সবাই তারে করব বরন, অতি স্ব-সম্মানে।
মৃত্যু
আমি যদি হঠাৎ করে মারা পরে যাই
তবে তোমরা লাশটা আমার,
নিয়ে যেও ভাই।
বারোআউলিয়া মাটিতে মোরে
মাইজ বিলাতে দিও,
আদরের বাচ্চা গুলোর একটু খবর নিও
যাবার সময় তোমাদের কাছে,
ঋৃনি হযে রবো।
কত কিছু থাকলো মোর
তবুও কিছুই নাহি পাব,
টাকা পয়সা গাড়ি বাড়ি
আমার আমি না,
রহমতের দোয়া ছাড়া
কিছুই চাহি না।
মৃত্যু এটা সত্য কথা
তবু কষ্ট কেন ভাই
বাবুলের ঠিকানাটা সঙ্গে রেখে যাই
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





