buzz
--কি হয়েছে ?
-হিন্দী হ্যালো ডালিং ছবিটা দেখেছিস?
-- না দেখিনি।
-এই নে ডাউনলোড লিংক ।ভাল করে দেখিস ।আর হ্যাঁ এই ..লিংকে গিয়ে দেখিস এই নিয়ে একটি প্রতিবেদন।
মুভি প্রিয় বন্ধুটি সব সময় ভাল মুভির লিংক দেয়।তাই ডাউনলোড করে দেখতে বসলাম। মনোজ তেওয়ারির হ্যালো ডালিং ছবিটি কর্মক্ষেত্রে বসের কাছে নারীরা কিভাবে সেক্সুয়াল হ্যারেজম্যান্ট হচ্চে সে থিমের উপরে নির্মিত ।
বসের (জাভেদ জাফরীর) কাছে যৌন হয়রানির স্বীকার অফিসের নারী স্টাফরা।প্রধান তিন নারী চরিত্র সেলিনা জেটলি,দিব্বিয়া দও গুল ফানাগ এই নিয়ে প্রতবাদী হয়ে উঠে ।সেলিনা জেটলি বসের জন্য কপি বানাতে গিয়ে ভুলে রেট কিলার মিশিয়ে দেয় কপিতে ।চেয়ার থেকে পড়ে বস (জাভেদ জাফরী) পড়ে মাথায় ব্যাথা পেয়ে জ্ঞান হারায়।কিন্তু সেলিনারা ভাবে কপির কারণে বস অসুস্থ হয়েছে ।এরপর সেলিনাদের হাসপাতালে যায় ।অন্য একটি মৃত্যকে বসের মৃত্য ভেবে সেই লাশটি বের করে আনে হাসপাতাল থেকে আর এইসব দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারন করে জাভেদ জাফরী।এই নিয়ে তিনজনকে ব্ল্যাক মেইল করে বিছানায় নিয়ে যেতে চায় জাফরী ।সেলিনা জেটলিরা জাভেদ জাফরীকে কৌশলে বাসায় এনে বেঁধে রাখে এরপর অফিসে নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে ব্যাপক পরিবর্তন আনে।ছবির শেষের দিকে কোম্পানির মালিক সানি দেওলের আগমন এবং শাস্তি স্বরুপ জাভেদ জাফরিকে বলে ,আমাদের কোম্পানীর একটি অফিস বাংলাদেশে আছে এবং ওখানে তোমার মত বসের প্রয়োজন
এর মানে কি ইন্ডিয়ান নারীদের যৌন হয়রানি করা হারাম আর বাংলাদেশী নারীদের যৌন হয়রানি করা যায়েজ?যাও বাংলাদেশে গিয়ে যৌন হয়রানি করো?একজন নারী নির্যাতন কারীকে জেল কিংবা চাকরি থেকে বরখাস্ত না করে বাংলাদেশে পাঠানোর মানসিকতা!! ভাবখানা এমন যাও গিয়ে নারী নির্যাতন করতে পার ওখানে করলে কোন সমস্যা নেয়
সানি দেওলের কথা শুনে এরপর জাভেদ জাফরি এবং তানিয়া বাংলাদেশ শব্দটি উচ্চারণ এবং এমনভাব ভংগি করে যেন বাংলাদেশে ট্রান্সফার করা মানে নরকে ট্রান্সফার করা।চরম অবজ্ঞা ফুটিয়ে উঠিয়ে ও শেষ মেস বাংলাদেশে আসতে রাজী হয় জাভেদ জাফরী।এরপর বাংলাদেশ শব্দটি স্ক্রিনে ভেসে উঠে এরপর বাংলাদেশে অফিসে জাভেদ জাফরীর কোম্পানী বিষয়ে আলোজনা শুরু করে তখন যার সাথে আলোচনা হচ্ছিল সে গে .. এবং কাহিনী শেষ।
উল্লেখ্যে ছবিটির মুল থিমের সাথে হুবুহ মিল আছে বাংলাদেশের ছবি পালাবী কোথায় এর।পালাবী কোথায় এর পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন।এবং ছবিটি আজ থেকে ১৫ বছর আগে নির্মিত।শহীদ ইসলাম খোকন একটি বিদেশী উপন্যাস অবলম্বনে ছবিটি বানিয়েছিলেন।
উল্ল্যেখ্য এর আগে ভারতের তারা টিভিতে বাংলাদেশের পতাকাকে চরম অবমাননা করা হয়েছিল।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




