আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল (স.) বলেছেন, 'মো'মেন এক গর্তে দুইবার দংশিত হয় না।' (বোখারি : ৫৭৮২; মুসলিম : ২৯৯৮)।
.
এই হাদিসটার তাৎপর্য অনেক বড়। এর মানে দাঁড়ায়, মো'মেন ব্যক্তি বিচক্ষণ ও বুদ্ধিমান হয়ে থাকে। কিন্তু অনলাইন জগতে ছাগ বুদ্ধির অধিকারীদেরকে 'মুমিন' বলা হয়ে থাকে। অর্থাৎ মুমিনরা হয় অত্যন্ত নিম্নবুদ্ধিসম্পন্ন। এই ছাগলরা মুমিনদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে যে তাদেরকে আজ বিচক্ষণ মুমিন বিশেষণটা উপহাসের পাত্রে পরিণত হতে হয়েছে।
.
দোষ কার? যারা উপহাস করছে, নাকি যারা উপহাসের পাত্র বানিয়েছে?
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


