কখনও প্রেম আসে
কখনও শরীরে প্রেম আসে,কখনও মনে আসে।
কখনও ক্ষুধা আসে, কখনও তৃষ্ণা আসে।
কখনও সুখ আসে
কখনও শরীরে সুখ আসে, কখনও মনে আসে।
কখনও রাগ আসে, কখনও দুঃখ আসে।
কখনও দয়া আসে, মায়া-মমতা আসে
বিচিত্র সব আবেগে শরীর-মন ভাসে।
শুধু ভাবি কোথ্থেকে আসে? কোথায় যায়?
অপ্রতিরুদ্ধ হয়ে আসে।
আসে ঝড়ের মতন, সুনামির মতন, ঝুম বৃষ্টির মতন, পাড় ভাঙ্গা ঢেউয়ের মতন।
আমি শুধু তরপাই।
জল ছাড়া মাছের মতন
গলাকাটা মুরগীর মতন
কুরবানীর গুরুর মতন,ছাগল-ভেড়ার মতন।
তরপাই- কিন্তু মরি না।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১১ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




