আল্লাহ এক, এই কথার অর্থ আসলে কি? এই বিষয়ে আমার উপলব্ধি এবং কিভাবে সেটা হলো তা নিয়েই এই লেখা।
আমরা যখন বলি এক কাপ চা, তখন এই কথার দুটি অর্থ হয়। এক. একটি মাত্র কাপ চা (single cup of tea) এবং দুই. কাপ ভর্তি শুধু চাই, অন্যকিছু নেই(wholly tea)।
দ্বিতীয়টা বুঝার জন্য আমরা আরেকটা উদাহরনের সাহায্য নিতে পারি, যেমন- যদি বিল অর্ধেক কাপ চা তাহলে এর অর্থ দাড়ায়, অর্ধেক চা আর বাকি অর্ধেক বাতাস।
আল্লাহ্ এক এই কথার অর্থও তেমনিভাবে দুটি - এক. একজন মাত্র আল্লাহ্ (single GOD) এবং দুই. শুধুই আ্ল্লাহ্ এবং আল্লাহ্ ছাড়া আর কোন কিছুর অস্তিত্ব নেই। (GOD is whole and there is only GOD)।
এখন আমাদের প্রচলিত ধারনা হচ্ছে প্রথমটা, যে একজন মাত্র আল্লাহ্। এমনকি শরিয়তের প্রচলিত শিক্ষাতেও এরকমই শেখানো হয়। কিন্তু অপরদিকে মারেফত, তরিকত, সূফী বা পীর-ফকিরদের দর্শনে আল্লাহর ধারনা মানে উপরের দুটিই সত্য।
এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ্ যদি একজনই হয় এবং আল্লাহ্ ছাড়া কোন কিছুর অস্তিত্ব যদি নাই থাকে তাহলে আমরা যে ভিন্ন ভিন্ন স্বত্ত্বার অস্তিত্ব দেখি বা উপলব্ধি করি সেটা কেন? ভাববাদে বা আধ্যাত্মিকতার পথে এখানেই মায়াবাদের আবির্ভাব। সবই তাঁর মায়ার খেলা। আল্লহ্ এই আলাদা আলাদা অস্তিত্বের মায়া তৈরি করেছেন যাতে তিনি তাঁর পরিপূর্ণতার রূপকে উপভোগ করতে পারেন। কারন তুলনা করা ছাড়া কোন কিছুই উপভোগ করা যায় না। জানা হয়তো যায়, কিন্তু উপভোগ করতে হলে তুলনা করাটা জরুরী।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১২ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




