গতকাল আমার অফিসে দুটি ছেলে মেয়ে এসেছিল। যারা নতুন বিবাহিত
দম্পতি। ছেলেটির বয়স ২১ মেয়েটির ১৮ বছর। তাদের চোখে মুখে তারুন্যে ভরপুর। তারা আমার কাছে এসেছে কিছু একটা করতে চায়। এই মুহুর্তে তারা বেশ আর্থিক সঙ্কটে রয়েছে।
আমার প্রথম প্রশ্ন ছিল তারা লেখাপড়া করছে কি না। দিত্বীয় প্রশ্ন ছিল এত
অল্প বয়সে কেন বিয়ে করলো।
আপাতত লেখাপড়া বন্ধ। আর দিত্বীয় প্রশ্নের উত্তরই হচ্ছে আজকের এই
লেখার বিষয়।
বছরখানেক আগে মেয়েটির বাবা লন্ডন প্রবাসী ৪১ উর্ধ্বো একজনের সাথে
টেলিফোনে বিয়ে দেয়। শর্ত ছিল মেয়েটির বাবা মাকে দু/এক বছরের মধ্যে বিলেতে নিয়ে যাবে। বলাবহুল্য মেয়েটি বাবার একমাত্র সন্তান এবং
খুবই সুন্দরী।
লন্ডন যাওয়ার ঠিক কিছুদিন পূর্বে মেয়েটিকে তার বর্তমান স্বামী তার আপন মামাতো ভাই এসে জিজ্ঞাসা করে এই বিয়েতে সে রাজী ছিল কি না?
মেয়েটির উত্তর- আমি কিছু ভালো করে বুঝার আগেই সব কিছু হয়ে গেল।
ছেলেটি জিজ্ঞাসা করলো- তুমি কি আমার সাথে আসতে পারো?
মেয়েটি বললো-পারি।
তাদের পূর্বে কোন প্রেম ছিল না। একটি জটিল সমস্যা উত্তরণের পথে ছেলেটি এগিয়ে এলো। পরম নির্ভরতায় মেয়েটি দিল তার হাত ছেলেটির হাতে।
অনেক রকম সমস্যা এরই মধ্যে তারা দেখেছে। তার উপর দুই পরিবার থেকেই তারা এখন সম্পূর্ণ বিতারিত।
কোন সমস্যাই এখন পর্যন্ত তাদের কাবু করতে পারে নি। তাদের চোখে মুখে সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন। তারা জয় করবেই।
জয় হোক তাদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




