একটি ভিন্ন দৃষ্টিভঙ্গী : বাংলার নববর্ষে রেখনা তাঁদের আড়াল।
একটি বার ও তাঁরা বলবেন না “মনে কর আমাদের, আমরা তোমাদের বাংলা এনে দিয়েছি, তাই প্রতি বছর এভাবে আসে বাংলা নববর্ষ”
কিন্তু আমরা কেন বলিনা?
প্রিয় সুধী,
শুভ নববর্ষ ১৪১৮। বাংলা নববর্ষের এই দিনে বাংলা ভাষা আর ঐতিহ্যের মহিমায় মাতাল হই সবাই এক হয়ে। বাংলায় কারুকার্য সমেত নানা উপহার আমরা দেই প্রিওজন দের। কিন্তু একটি বার ও কি আমরা মনে করি তাদের যারা জীবন বাজী রেখে এই বাংলা ভাষা আমাদের এনে দিয়াছেন? শুধু কি ঐ ২১ ফেব্রুয়ারী কি ওনাদের মনে করার জন্য? বাংলায় কি আমরা এক দিন ই কথা বলি? আমি যদি তাঁদের এই দিনে মনে না করি নিজেকে অপরাধী মনে হবে। একটু ভেবে দেখুনত আপনার কি মনে হবে? ভাষা না থাকলে এ ঐতিহ্য কিভাবে গড়ব আমরা? কিছু গান তাঁদের নিয়ে ও গাওয়া উচিত। একটি বার হলে ও মনে করা উচিত পান্তা ইলিশ খাওয়ার আর মেলাই যাইরে গান টা গাওয়ার পর। এতে বর্ষ বরণ পূর্ণতা পাবে বলে আমি মনে করি। আমি তাই আজ আপনাদের অমূল্য একটা দুর্লভ ভিডিওর সন্ধান উপরহার দিলাম এই নববর্ষে। পুরটা সময় করে একটু দেখুন আর লিঙ্ক টা শেয়ার করুন শবার কাছে বর্ষের উপহার হিশেবে। এমন উপহার বাংলার নববর্ষর ইতিহাশে কেও কাওকে কোন দিন দেইনি। আপনি শুরু করুন। এমন একটা সম্পদ আর কিছু দিন পর কোটি টাকা দিয়ে ও বানান য়াবেনা। এই আবেগ আর কথাও পাওয়া য়াবেনা এভাবে। অনেক কিছু শেখায় ও জানায় এই ভিডিও টা। নিচের লিঙ্ক ৩ টা দেখুন আর শেয়ার করুন। মেইল করে ফরওয়ার্ড করে দিন সবাইকে এই কথা গুলো সহ উপহার হিশেবে। বাংলা পৃথিবী সেরা, বাংলা আমার মা এর ভাষা।
বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, আমাদের গরব।
লিঙ্ক ১ - http://www.youtube.com/watch?v=qFbhdEG2USw
লিঙ্ক ২ - http://www.youtube.com/watch?v=BvmRTen2pqQ
লিঙ্ক ৩ (গুরুত্ত বেশি)- http://www.youtube.com/watch?v=4rkA8EuBvYs
শুভ নববর্ষ ১৪১৮
(এ কথা গুলো একান্তই আমার নিজের কিছু চিন্তা আর প্রত্যাশা, আপনি আপনার মতামত দিতে পারেন কমেন্ট এ)
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



