“মনে আছে আমাকে? আমি সেই শপথ! যাকে তুমি প্রতিদিন মনে করতে যখন ফুটফুটে শিশু ছিলে! স্কুলের এসেম্বলীর সময়ে প্রতিদিন বলতে। আজ কি তোমরা আমাকে দূরে ঠেলে দিয়েছ? ভুলনা!!! ভুলনা আমায়!!! তোমাদের জন্য ই আমাকে ভুলনা! একটি বার আবার আমাকে মনে কর... একটি সুন্দর জীবন, একটি সুন্দর দেশ, একটি সুন্দর পৃথিবী র জন্য! আমি তোমাদের অপেক্ষাই রইলাম খুধা, দারিদ্র, অনাচার, অবিচার, অনুন্নতি, আশিক্ষা, কুশিক্ষা আর অনেক কিছু নিয়া... অপেক্ষাই রইলাম!”
উপরের কথাটি আমাদের স্কুল জীবনে নেয়া সেই শপথের।
আশা করি আমাদের নব নিযুক্ত মন্ত্রী গণ স্কুলে নেয়া সেই শপথ বিবেচনা করবেন। সুভ কামনা আর অনেক প্রত্যাশা রইল।
এখানে গেলে মূল লিঙ্ক পাবেন। ফেসবুকেতো আমরা অসংখ্য ফালতু পেজ লাইক দেই, কিন্তু এই শপথটি ধরে মানুষের মনে ধরে রাখার এই সুন্দর একটি প্রচেষ্টাকে আমাদের লাইক এবং শেয়ার দিয়ে স্বাগত জানানো উচিত। তাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। লাইকাইলে লাইকান। Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



