আজকাল দেখা যাচ্ছে কিছু কিছু বৈতাল ইসলামের ব্যাখ্যা কে বিনুদন হিসেবে প্রচার করে ব্যাপক আনন্দ পাচ্ছে। তোমরা্ আজকে ইসলাম বনাম মুক্তিযুদ্ধ করছ। তোমাদের আমি সেই পরিমান ঘৃনা করি, ১৯৭১ এ যারা মুক্তিযুদ্ধকে ইন্ডিয়ার চাল কিংবা বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চাল বলে প্রচার করত। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ইসলামের কোন কিছু যদি তোমার পছন্দ না হয়, তোমাকে কেউ জোর করেনি ইসলামের পথে আসতে, তুমি তোমার মত থাক। কিন্তু আমাকে ও আমার মত থাকতে দাও। ইসলামের নামে অযথা কটাক্ষপূর্ণ কথা বলা বন্ধ কর। বাকস্বাধীণতার নামে যা ইচ্ছা তা বলা বন্ধ কর। সব কিছুর সীমা আছে, সীমা অতিক্রম করো না।
যেসকল নব্য বুদ্ধিজীবি দেশের বাইরে বসেবসে ইসলামের নামে কিংবা বিরুদ্ধে ফটর ফটর করছ, তোমরা গো-আজম এর চেয়েও কাপরুষ। গো-আজম অন্তত দেশে বসে তার চাল চেলেছিল, কিন্তু তোমরা ইউরোপ কিংবা আমেরিকায় বসে ফেসবুকে ইসলাম কিংবা মুক্তিযুদ্ধ কিংবা মুক্তচিন্তাবাজি করছ। উদাহরনটা খারাপ হয়ে গেল, কিন্তু তোমরা তারই যোগ্য। লোকে নব্য রাজাকারদের ছাগু ডাকে, তোমাদের তারা হয়ত অন্য নামে ডাকবে। হয়ত হাগু কিংবা নাগু। থাবা বাবার কথা ভূলে যেও না, ইসলামের নামে কুকথা বলে অযথা শাহবাগ আন্দোলনটাকে কলংকিত করেছিল। আদর্শিক আন্দোলন যদি করতে চাও, তাহলে ভাল আদর্শে আস, অন্যের নামে কুকথা কিংবা আজেবাজে কথা বললে কখনোই ভাল কিছু করতে পারবা না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





