ভূল!
আমি ছিলেম প্রেমনগরের একচ্ছত্র অধিপতি
হিমালয়ের পাদদেশে ঝর্ণাধারায় অবগাহিত অরণ্যচারী
কয়েক'শ ফুট উপর থেকে আছড়ে পড়া ঝর্ণার কার্বন দেখে ভেবেছিলেম
সমতলে, পাথরের বুকে শৈবালের আস্তরন।
আর এখন!
নিভৃত নির্জনতায় কালিমায় ঢাঁকা অন্ধকারে
শত মৌয়ালীর পদব্রজে মলিন আমার আবিস্কৃত মধুবন।
নবগিরিখাতে উলঙ্গ অবগাহনের মর্মান্তিক প্রানান্তকর চেষ্টায়
ভ্রমরেরা প্রান দেয় অকাতরে, অজানা সুখের সন্ধানে।
আবিস্কার করেছি নতুন সুখের খনি হাত-শক্তি-মন দিয়ে
তাই বুঝি পেছনের গলিপথ দিয়ে পালিয়ে গেছে সুখপরি
প্রানের মিশেল দেয়া ভালবাসার চুন-সুরকীতে গাঁথা প্রাসাদ, ভেঙ্গে গেছে
দুঃখে জরাজীর্ণ সে অট্টালিকা এখন ঐতিহাসিক
জানেনা কেউ তার দুঃখ, ভালবাসা, বিসর্জন।
সব শেষ হয়ে আজ বুঝেছি ঠিক নিজ ভূলের মাসুল দিয়ে
কলম্বাসের আমেরিকা আবিস্কার কতবড় ভূল ছিল...
............আমার লেখা কবিতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





