যদি স্থান না হয় ঐ আকাশের কোলে,তবে তাই হোক
উড়ে যাক স্বপ্নঘুড়ি সীমাহীন দিগন্তে
তার ঘুমের কোলে চোখ নাহয় বুনুক.....নভুন কোনো রঙিন স্বপ্নঘুড়ি
তবু বেঁচে থাক বিবর্ণচিত্তে একটি সুতো ছেঁড়া ঘুড়ি,চোখের পর্দার আড়ালে কোনো তারার কোলে.....
দেখুক নতুন একটি ঘুড়ির মুক্ত উড়া-উড়ি ।
আর হেসে উঠুক আনমনে এই ভেবে......
"ওই আকাশটা আমার ছিল.......,ওই আকাশটা আমিই গড়ে দিয়েছিলাম......"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


