আসলে কথা গুলো ঠিক কিভাবে যে বলব ভেবে পাইনা,কারন আমি কোন সমালোচক নই।এটা আমার পেশা বা নেশা কোনটাই নয়।তারপরও যেহেতু ব্যপার গুলো সব বাঙালীদের নিয়ে এবং আমিও যেহেতু বাঙালী তাই আর পেটে চেপে রাখতে পারছিনা।
আপনারা সকলেই যাঁরা অন্তত এই ব্লগ লিখছেন তাঁরা নিশ্চয়ই কম বেশি লেখা পড়ার সাথে যুক্ত,আর আমাদের সেরা বাঙালী
তথা সত্যজিৎ রায় এবং অমর্ত সেনকে নিশ্চয়ই চেনেন এবং জানেন।তাই আমি ওদিকে পা বাড়াবনা।তবে কিছু কথা বলব।আপনারা হয়ত জানেন অমর্ত সেনের “Argumentative Indian” নামক বইটি একটি অতি বিখ্যাত বই।অসংখ্য তথ্যের সমাহার এই বইটিতে।বলা যায় জ্ঞানকোষ।ভারতের প্রাচীনতম গুরুত্বপূর্ণ বিশয়বস্তু বইটিতে নতুন মাত্রা যোগ করেছে।নানা ধরণের বিষয় এসেছে-শিল্প,সাহিত্য,সিনেমা....এরই মধ্যে তিঁনি লিখেছেন যে, সত্যজিৎ রায়ের কোন সাহিত্য বা তার পরিচালিত সিনেমায় ক্কখনও কোন “Villain”এর আভির্ভাব ঘটেনি।এখানে বলা বাহুল্য য়ে Dr.Sen এর জ্ঞানভান্ডার অতি মাত্রায় কানায় কানায় পরিপূর্ণ,আর তাই বলেই তিনি নোবেল বিজয়ী।আমার যেটা মনে হয়েছে,তিনি হয়তবা সত্যজিৎ রায়ের “Villain” – এর ব্যপারটি পাশ কাটিয়ে চলে গেছেন অথবা তাঁর ঠিক চোখে পড়েনি।যদিও তিনি সত্যজিৎ রায়ের ভূয়সী প্রশংসা করেছেন।যহোক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি তাঁর সঙ্গে এক মত নই।কারণ আমার কাছে আছে ফেলুদা সমগ্র-আছে সেসব গল্প থেকেই চিত্রিত বিখ্যাত সব সিনেমা-“সোনার কেল্লা”,”জয় বাবা ফেলুনাথ”,’হীরক রাজার দেশে’,’গুপি গাইন বাঘা বাইন’, ‘গুপি বাঘা ফিরে এল’ ইত্যাদি...।
আপনারা হয়ত এগুলো জানেন তাই আপনাদেরকেও আমার দলে টানছি।আমরা দেখেছি,”ফেলুদা”সিরিজ প্রথমত গোয়েন্দা কাহিনী,তাই যুক্তি সঙ্গত কারণে সেখানে “Villain” এর সগৌরব উপস্থিতি-সাহিত্যের কথা বাদ-ই দিলাম।আসি সিনেমায়-“সোনার কেল্লা”য় আমরা পেয়েছি “ভবানন্দ” ও তার চেলা “মন্দার বোস”কে,”জয় বাবা ফেলুনাথ”=এ “মগন লাল”-র মত এক ধূর্ত শয়তান’কে।“গুপি গাইন বাঘা বাইন”এ জদুকর “বরফি” ও হাল্লার মন্ত্রী’কে।আমরা পাই “গুপি বাঘা ফিরে এল”এর ভন্ড তান্ত্রিককে,হীরক রাজার দেশে’র হীরক রাজাকে।এছাড়াও “বোম্বাইয়ের ব্যোম্বেটে”,”বাক্স রহস্য” এমন নাম করা সব সিনেমায় আমরা সত্যিকার অর্থে “Villain” খোঁজ পাই।আমি এখানে শুধু নাম গুলো বললাম মাত্র কেননা বেশি বলতে গেলে সিনেমার কথাই বেশি চলে আসবে,আসল কথা লুপ্ত হবে।না আর বেশি কথা বলতেও চাইনা কেননা এটাতো আমাকে মনে রাখতে হবে কার লেঝা নিয়ে আমি এত কথা বলছি,যিনি কিনা নোবেল বিজয়ী বাঙালী অর্থনীতিবিদ “অমর্ত সেন”।তাঁকে ছোট করে দেখা স্রেফ বেয়াদবি ছাড়া আর কিছুই হবেনা।আমি জানি আমার কথা গুলি আপ্নাদেরও জানা,শুধু মিলিয়ে নেয়া মাত্র.............।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




