কম্পিউটার এ ভাইরাস সাধারণতো পেনড্রাইভ এর মাধ্যমেই বেশি ছড়িয়ে থাকে। আমরা যখন আমাদের কম্পিউটার এ বাইরে থেকে আনা কোন পেনড্রাইভ লাগাই তখন সাধারণতো সবাই ই অ্যান্টি-ভাইরাস দিয়ে পেনড্রাইভ এ ভাইরাস আছে কি না চেক করে নেই। আমাদের মাঝে অনেকেই আছেন যারা অ্যান্টি-ভাইরাস ব্যবহার করেননা কারন অ্যান্টি-ভাইরাস অনেক বেশি র্যাম মেমরি দখল করে বলে। তাদের জন্য বারবার অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ইন্সটল করা এবং রিমোভ করাটা বিরক্তিকর ব্যাপার। তাছাড়া অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারটি যে ঠিকমতো ভাইরাস রিমোভ করেছে কি না, তারও তো কোন গ্যারান্টি নাই! দেখা গেলো যে অ্যান্টি-ভাইরাস দিয়ে চেক করার পর ভাইরাস ধরা পড়লো না কিন্তু যেই মাত্র আপনি পেনড্রাইভ এ ঢুকলেন, ওমনি ভাইরাস ঢুকে পড়লো! আর ভাইরাস এমন এক জিনিস যে একবার ঢুকে পড়লে আর উইন্ডোজ সেটআপ ছাড়া গতি নেই। তাই এ অবস্থায় সবচেয়ে সহজ সমাধান হলো ভাইরাস আগেভাগেই পেনড্রাইভ থেকে ডিলিট করে দেয়া। এ জন্য সবচেয়ে প্রথমে মাই কম্পিউটার বা অন্য যেকোন উইন্ডো তে গিয়ে টুলস এ গিয়ে ফোল্ডার অপশন এ ঢুকতে হবে। তারপর ভিউ ট্যাব এ ক্লিক করে হিডেন ফাইল অপশন এ গিয়ে হিডেন ফাইল শো করুন। তারপর "hide protected system file" এর আগে টিক চিহ্নটি তুলে দিন। সবশেষে "hide extention for known file types" এর আগের বক্স থেকে টিক চিহ্নটি তুলে দিয়ে ওকে করে বেরিয়ে আসুন। এখন আপনার পেনড্রাইভ টি কম্পিউটার এ লাগান। অটোরান অপশন আসলে তা বাতিল করুন।এরপর মাই কম্পিউটার এ ঢুকে উপরের টাস্কবার এর "Folders" এ ক্লিক করুন। বামদিকে ড্রাইভ গুলোর নিচের দিকে আপনার পেনড্রাইভ এর উপর একবার ক্লিক করুন। ডানদিকে পেনড্রাইভ এর ভিতর কি কি ফাইল আছে সেগুলো দেখা যাবে। যেসব ফাইল হিডেন অবস্থায় আছে এবং ফাইল নামের শেষে .exe , .bat , .cmd , .com ইত্যাদি থাকবে, কালবিলম্ব না করে সেগুলো স্থায়ী ভাবে ডিলিট করে দিন। এগুলোই ভাইরাস। এছাড়া আপনার নিজস্ব ফাইল বাদে বাকি সবকিছু ডিলিট করে দিন। ভাইরাস ছাড়াও অনেক ফাইলের নামের শেষে .exe থাকতে পারে যেমন বিভিন্ন সেটআপ ফাইল বা ফ্ল্যাশ মুভি। তবে ভাইরাস চেনার উপায় হলো ভাইরাস এর কোন সুনির্দিষ্ট আইকন থাকেনা। চারকোনা একটা বক্স এর মতো আইকন দেখাবে। কোন ফোল্ডার এর নামের সাথে .exe থাকলে তা ডিলিট করে ফেলুন। এভাবে বামদিকে ক্লিক করে বাকি সব ফোল্ডার এ ঢুকে সব ভাইরাস ডিলিট করে ফেলুন। পেনড্রাইভ এর ভিতর autorun.inf নামে কোন ফাইল থাকলে তা ডিলিট করে ফেলুন। এভাবে আপনি অ্যান্টি-ভাইরাস ছাড়াই ভাইরাস ক্লিন করতে পারবেন। কিন্ত সাবধান! একবার ভাইরাস এক্টিভ হয়ে গেলে এ পদ্ধতিতে কোন কাজ হবেনা। কারন ভাইরাস তখন আর হিডেন ফাইল দেখাবে না। আরেকটি সহজ উপায় হলো- "ফোল্ডার" এ ক্লিক করে পেনড্রাইভ এ ঢুকে পর্যায়ক্রমে .exe , .cmd , .bat , .com লিখে সার্চ করুন। তারপর ভাইরাস গুলো ডিলিট করে ফেলুন। আপনি দীর্ঘদিন কম্পিউটার ব্যবহার করে থাকলে কোনগুলো ভাইরাস তা আপনি দেখামাত্র চিনতে পারবেন। কম্পিউটার এ বেশি ভাইরাস ঢুকে পড়লে উইন্ডোজ সেটআপ দিয়ে দিন। অবশ্যই সি ড্রাইভ ফরম্যাট করবেন। তারপর মাই কম্পিউটার এ গিয়ে কোন ড্রাইভ সরাসরি না ঢুকে "ফোল্ডার" এ ক্লিক করে ড্রাইভ গুলো থেকে ভাইরাস গুলো ডিলিট করে ফেলুন। সাথে অটোরান ফাইল গুলো ডিলিট করতে ভুলবেন না। তবে এক্ষেত্রেও সবার আগে টুলস এ গিয়ে ফোল্ডার অপশন এ ঢুকে হিডেন ফাইল গুলো এবং এক্সটেনশন শো করতে হবে।
এই টেকনিক গুলো অনেকেরই হয়তো জানা আছে। জানা থাকলে তো খুবই ভালো! তবে যারা জানেননা তারা তো জানেন যে ভাইরাস কি জিনিস!
সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




