
জাবেদ মিয়া তার বউয়ের সাথে ঝগড়া কারনে জাবেদ মিয়ার বউ রিনা মনে মনে চিন্তা করেন তিনি আত্মহত্যা করবেন গলায় ফাঁসি দিয়ে।
রিনা তার আত্মহত্যার সময় বেঁধে নেন রাত তিনটা । ঠিক যেমন ভাবনা তেমন কাজ,রিনা গলায় ফাঁস লাগানোর জন্য একটা দড়ি রেডি
করে ঘরের বাহিরে মুরগির খোপের নিঁচে রাখলেন । ঝগড়া করার কারনে জাবেদ মিয়া এক ঘরে রিনা আরেক ঘরে দুজন দুই ঘরে শুয়ে
রইলেন। রাট যখন ঠিক ২:৩০মিনিট বাজে তখন রিনার কানে একটি শব্দ ভেসে আসতে লাগল,শব্দটা হল এরকম এই রিনা আর কত ঘুমাইবি ওঠ সময় হয়েছে এই রিনা ওঠ সময় হয়েছে যাবিনা ।কয়েকবার এরকম শব্দ শোনা পরেও রিনা শয়ন থেকে না ওঠে অন্যদিকে
ঘুরে শয়ন করলেন । এবার যেন শব্দটা রিনার একদম কানের কাছ থেকে কেউ করছেন।রিনা এবার শয়ন থেকে উঠে বসলেন,রিনা লক্ষ
করলেন শব্দটা ঠিক রিনা যেখানে ফাঁস দেয়ার জন্য দড়িটা রেখেছেন সেই মুরগির খোপের দিক থেকে আসছে ।রিনা এক হাতে একটা দাঁ ও
আরেক হাতে হারকেন নিয়ে ঘরের বাহিরে সেই মুরগির খোপের দিকে গেলেন সেখানে রিনা দেখতে পেলেন সেই রসিটা ফাঁসির দড়ির মত ঝুলছে আর রিনাকে ডাকছে,এই দৃশ্য দেখে রিনা সেখানেই অজ্ঞান হয়ে যান । এতেই স্পষ্ট বোঝা যায় আত্মহত্যা কোনো মানুষের কাজ নয়, বরং সরাসরি শয়তানের প্রতারনা !
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




