দেখ, তোমরা যদি শূন্যে উড়ে যাও
উড্ডয়ন পারদর্শি ইস্পাত ডানা হতে চাও
যদি সুচারু গতিবেগে দ্রুতগামী লক্ষ্যভেদি হও
তাহলে দেখবে এ্যানিমেশনে, রূপালি জগতের ছবি
আজ সত্যি জীবন্ত হয়ে ফেটে পড়ছে, বাস্তব দৃশ্যে
দেখবে উজ্জল পাপড়ি মেলছে আগুন, বিশুদ্ধ আগুন
আর হাওয়ায়, তরঙ্গে ভেসে ভেসে...
ছবি হয়ে ফিরে আসছে আবার
অ্যালবাম,
স্মৃতি,
ইতিহাস,
শিশুদের পাঠ্যপুস্তক !
এখন প্রত্যেকের জানা নবম সংখ্যাটি হায়ারোগ্লিফিকস
তাতে রূপকথা, অগণন রহস্য এবং অনিবার্য অনুসঙ্গ
একজন গুহাবাসী স্থিরসংকল্প মানুষের ছবি থাকে
আর শোক প্রস্তাবের বাইরে যাদের অশ্রু ও কঙ্কাল পড়ে থাকে
তারা নন্দন কাননের দিকে নিশ্চিত বিস্ফোরণে উড়ে যেতে চায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




