somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের অবমাননাকারী, সাম্প্রদায়িক উস্কানিদাতা, উত্তরা ষড়যন্ত্রকারী ,সাম্প্রতিককালের সহিংস ঘটনার অন্যতম মদদদাতা,ধর্মীয় উম্মাদনাকারী ও উস্কানিদাতা,ভন্ড। এই বেটা-ই নাটের গুরু। একে গ্রেফতার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








Neptune Talukder
২০১৩.০৪.১১ ০৯:৩২
ভাল হয়েচে ...সরকার কাজের কাজ করেচে
২০১৩.০৪.১১ ০৯:৩৩
Might is Right.
২০১৩.০৪.১১ ০৯:৪৪
আলহামদুলিল্লাহ..
২০১৩.০৪.১১ ০৯:৪৭
It is too late to arrest him.
He should be punished severely as because he prepared, published and spread false and dirty writings for the months together resulting so unrest, atrocity, cruelty and barbarity in the country.
He is a blackship of Journalist and the human society.
He is also dangerous to peace of the society and the country and purely a Conspirator.

Sezan
২০১৩.০৪.১১ ০৯:৪৮
Very bad..... not acceptable ...

Shoyab Maruf
২০১৩.০৪.১১ ০৯:৪৯
কাজটা ভাল হয় নাই। প্রত্যেকটা জিনিসের একটা সীমা অাছে।

reaz
২০১৩.০৪.১১ ০৯:৪৯
এই বেটা-ই নাটের গুরু। একে গ্রেফতার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

Sezan
২০১৩.০৪.১১ ০৯:৫২
Dear AL government no benefit with this kinds of destructive activity ..... because already you have no soil under your feet ....

Sabuj
২০১৩.০৪.১১ ০৯:৫৩
এই বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, ধর্মের অবমাননাকারী, সাম্প্রদায়িক উস্কানিদাতা, উত্তরা ষড়যন্ত্রকারী এবং বাংলাদেশের নব্য রাজাকার, সাম্প্রতিককালের সহিংস ঘটনার অন্যতম মদদদাতা ও উস্কানিদাতাই কেবল নয় !! এই মাহমুদুর রহমান বাংলাদেশের সমস্ত সংবাদকর্মী ও সম্পাদকের কলঙ্ক। একে মৃত্যুদন্ড প্রদান করা হোক।

Mahmud
২০১৩.০৪.১১ ০৯:৫৩
বাকশালী সরকার আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

tamim
২০১৩.০৪.১১ ০৯:৫৫
দেশে চলমান বিশৃঙ্খলায় উত্তরা ষড়যন্ত্রের এই হোতার প্রত্যক্ষ হাত রয়েছে। একে কঠোর শাস্তি দেওয়া হোক!

Md.Rashed Alam
২০১৩.০৪.১১ ০৯:৫৫
দেরিতে হলেও হয়েছে বলে সরকারকে ধন্যবাদ । মাহামুদুর রহমানকে কমকরে হলেও ১০০ দিন রিমান্ডে নিয়ে উচিৎ । ভুয়া ভুয়া সংবাদ দিয়ে দেশের সহজ-সরল মানুষদের উস্কে দিচ্ছিল ।
২০১৩.০৪.১১ ০৯:৫৬
এর পরিণাম ভালো হবে না।

ANM Habib
২০১৩.০৪.১১ ০৯:৫৬
এই প্রথম ধর্মীয় উম্মাদনাকারী একজনকে সরকার গ্রেফতার করল। সরকারকে সাধুবাদ জানাই। এই মানুষটাকে একমাস আগে গ্রেফতার করলে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি বাংলাদেশে তৈরি হত না। সাংবাদিকতার স্বাধীনতার নামে এই মানুষটা ভেদাভেদ তৈরির চেষ্টা করে গেছে সারাটা সময়। আশা করি, নিরপেক্ষ অবস্থান থেকে সরকার ধর্মীয় উসকানিদাতা হিসেবে এই মানুষটার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবে।

সভ্য সমাজের জয় হোক। জয় হোক অসাম্প্রদায়িকতার। আলোর পথে আমাদের যাত্রা, এ যাত্রায় কোন সাম্প্রদায়িকতার ছোঁয়া আমরা রাখতে চাই না। জয়তু মানবজাতি।

SHAH AZHARUL ISLAM
২০১৩.০৪.১১ ০৯:৫৬
যেমন কর্ম তেমন ফল। এই মাহমুদুর রহমান দেশকে একটা দাঙ্গার দিকে ঠেলে দিয়েছিলেন। তাকে আরও আগে গ্রেফতার করা দরকার ছিল। তিনি মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে দেশে একটা অরাজকতা তৈরি করতে চেয়েছিলেন। আজ দেশে কত জন ব্লগ পড়েন? কিন্তু পত্রিকা অনেকেই পড়েন। আর তিনি সেই পত্রিকাই আমাদের নবী নিয়ে আপত্তিকর তথ্য প্রকাশ করেছেন। যদি এই তথ্যগুলো প্রকাশ না হত তবে অনেকেই এই লেখা গুলো পড়ত না। তিনি এই আপত্তিকর তথ্যগুলো প্রচার করেছেন। তাই তাকে আগে শাস্তি দেওয়া দরকার। আমি মানি যারা এই ধরনের লেখা লিখছে তারা অনেক বড় অন্যায় করেছে। কিন্তু তাদেরকে তু অন্যভাবে প্রকাশ করা যেত। তিনি কেন তাদের লেখাগুলো প্রকাশ করলেন। তিনি তাদের নাম প্রকাশ করতে পারতেন। কিন্তু তিনি তা করেন নি। তাই আমরা তার শাস্তি দাবী করছি।

SB Saikat Barua
২০১৩.০৪.১১ ০৯:৫৭
সু-খরব, সু-খরব,সু-খরব। সবাই মিষ্টি লন। ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান গ্রেপ্তার।

Imran Masud
২০১৩.০৪.১১ ০৯:৫৯
শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছি। মাহমুদুর রহমান সাহেবের মত একজন নির্ভীক, দৃঢ়চেতা সাংবাদিককে গ্রেফতারের মাধ্যমে এ বাকশালী স্বৈরাচারী সরকার নির্লজ্জতার চরম বহি:প্রকাশ ঘটিয়েছে। আজ তথাকথিত সুশীল সাংবাদিক নেতারা কোথায়? যারা হলুদ সাংবাদিকদের উপর টোকা পড়লেও হাঁক ডাঁক শুরু করেন। তারা বোঁধ করি এখন বঁধির সাথে সাথে অন্ধও হয়ে যাবেন।

Amin
২০১৩.০৪.১১ ১০:০০
Why only mahmudur Rahman arrest all editor and stablished baksal again..
২০১৩.০৪.১১ ১০:০১
ভালই ত হলো। সরকার যা খুশি করবে এখন। কেউ কিছু লিখতে পারবে না সরকারের আকামের বিরুদ্ধে। গণতন্ত্র বিকশিত হবে।

Mohiuddin Maswood
২০১৩.০৪.১১ ১০:০১
অনেক আগেই তাকে গ্রেফতার করা প্রয়োজ ছিলো। এই একটি মানুষের কারণে অনেক জান-মালের ক্ষতি হয়েছে।
২০১৩.০৪.১১ ১০:০১
ইসলাম বিরোধী লেখা সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য হেফাজতকারীরা এর শাস্তি দাবী করবেনা?

Akashchowdhury
২০১৩.০৪.১১ ১০:০৩
সরকারের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছি। এমনটা হবে তা আগেই মনে হয়েছিল। কিন্তু সত্যের কণ্ঠ শুধু একজন মাহমুদুর রহমানকে আটক করে দমানো যাবে না।
২০১৩.০৪.১১ ১০:০৩
This sinner should have been arrested long before.

Ronnie Chowdhury
২০১৩.০৪.১১ ১০:০৪
At last government has taken a good/right decision. If government, on its ruling period, do 2 good things; one is arresting him. Thanks to the government from the bottom of my heart for arresting this yellow journalist.

সুহাস
২০১৩.০৪.১১ ১০:০৫
ইসলামের অনেক অপপ্রচার করেছে ও।এই দেশে ওর জায়গা নাই।

Mohammed Abu Helal.
২০১৩.০৪.১১ ১০:০৫
আরো আগে গ্রেফতার করা উচিত ছিল.

mahmudul hasan
২০১৩.০৪.১১ ১০:০৭
Nobody will safe within this govt. its a very naked attempt for govt.
২০১৩.০৪.১১ ১০:০৭
অনেক দেরিতে হলেও একটা সিঠক সিদ্ধান্ত ।
২০১৩.০৪.১১ ১০:০৮
ব্যস, হয়ে গেল! ক্ষমতাসীন সরকারের সীমাহীন অন্যায়ের যারা প্রতিবাদী, একে একে তাদের সবাইকে গ্রেফতার করলেই কী ওদের কার্য হাসিল করার রাস্তা পরিষ্কার হয়ে যাবে? জানিনা কী ভয়াবহ পরিনতির দিকে যাচ্ছি আমরা।

Md.Alamgir Kabir
২০১৩.০৪.১১ ১০:০৯
সরকার আগেই গ্রেপ্তার করলে এত কিছু হত না

Farid
২০১৩.০৪.১১ ১০:১০
in the disguise of media Mahmud doing BNP jamat Agenda by along with British Economist to make war crime tribunal controversial. More over he is engaged with making communal unrest throughout Bangladesh. He is the promoter of recent violence across bangladesh
২০১৩.০৪.১১ ১০:১০
আলহামদুলিল্লাহ..

Akash Ghosh
২০১৩.০৪.১১ ১০:১১
ঝামেলা মুক্ত বাংলাদেশের দিকে প্রথম ধাপ।

Tauhid Nabin
২০১৩.০৪.১১ ১০:১১
দেশে এখন আর গণতন্ত্র নেই। এই সরকার আবার প্রমাণ করলো
২০১৩.০৪.১১ ১০:১২
সাবাস

Nadia
২০১৩.০৪.১১ ১০:১৩
Is it our democracy?

Md,Forhad
২০১৩.০৪.১১ ১০:১৫
বগ্লের মত ব্যাক্তিগত মতের বিষয়কে বিনানুমতিতে পত্রিকায় প্রকাশ করে ধর্মীয় উসকানী,যুদ্ধাপরাধীদের পক্ষে মত প্রকাশের স্বাধীনতার নামে পত্রিকাকে নোংরাস্বার্থে ব্যবহার,রাজনৈতিক উসকানী,,,এই সব কারনে আরো আগেই তাকে গ্রেফতার করা উচিত ছিলো।সরকার বিরোধী প্রচারনাকে রাষ্ট্রবিরোধী প্রচারনা বানিয়ে দেশকে অস্থিতিশীল করাই মাহমুদুর এর লক্ষ ছিলো।…..দেশ ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের প্রেক্ষিতে তাকে গ্রেফতার সময়ের দাবী….আর আজকের গ্রেফতার সরকারের সুমতি ফেরার লক্ষন।

Mohammad Salauddin
২০১৩.০৪.১১ ১০:১৫
এই মাহমুদুর রহমান বাংলাদেশের সমস্ত সংবাদকর্মী ও সম্পাদকের কলঙ্ক। ইসলামের অনেক অপপ্রচার করেছে । একে গ্রেফতার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
২০১৩.০৪.১১ ১০:১৬
He will become a National Hero very soon.

Monira
২০১৩.০৪.১১ ১০:১৬
খুবই ভালো হয়েছে ......

Shamsul Arefin
২০১৩.০৪.১১ ১০:১৬
আরও অনেক আগেই এই লোককে গ্রেফতার করা দরকার ছিল। অনেকদিন পর ক্ষমতাসীন সরকার ধন্যবাদ দেশবাসীর প্রশংসা পাবার মত একটা কাজ করল। আরও একটা কাজ বাকি। আমার দেশ পত্রিকা নিষিদ্ধ করতে হবে। আশা করি ক্ষমতাসীন সরকার এ ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নিবেন এবং মিথ্যাচার, বানোয়াট উস্কানিমুলক সংবাদ পরিবেশনের দায়ে পত্রিকাটি নিষিদ্ধ করবেন।

Abdullah Al-Mamun. রংপুর ।
২০১৩.০৪.১১ ১০:১৭
মাহমুদুর রহমানের গ্রেফতার রাজনৈতিক অঙ্গনের উত্তাপ আরো বেশি বাড়িয়ে দেবে ।

Bipul
২০১৩.০৪.১১ ১০:১৭
বাহ্ খুব ভালো! দিনটি শুরু হলো একটা শুভ সংবাদ দিয়ে।

Md. Mizanur Rahman
২০১৩.০৪.১১ ১০:১৭
কাজটা ঠিক হয়নি।

Abdullah Al-Mamun. রংপুর ।
২০১৩.০৪.১১ ১০:১৭
মাহমুদুর রহমানের গ্রেফতার রাজনৈতিক অঙ্গনের উত্তাপ আরো বেশি বাড়িয়ে দেবে ।।

A Rahman
২০১৩.০৪.১১ ১০:১৮
রিম্যান্ডে নেয়া হোক !

Sarker
২০১৩.০৪.১১ ১০:১৮
এতোদিনে সরকার একটা কাজের মতো কাজ ক রেছে

Zakir
২০১৩.০৪.১১ ১০:১৮
ওনি একজন খারাপ সাংবাদিক

Rosy Zahed
২০১৩.০৪.১১ ১০:১৯
সাম্প্রদায়িক সংঘাত উসকে দেয়া এই লোকটিকে গ্রেফতারে সরকার এত দেরি করল কেন?

Binod Kabra
২০১৩.০৪.১১ ১০:১৯
এর মত উস্কানি দাতাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিৎ !

Sohel Rana
২০১৩.০৪.১১ ১০:১৯
অনেক আগেই সরকারের তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। সাধারণ জনগনের অনুভুতিতে আঘাত এনে তাদেরকে উস্কে দিয়ে একটি বিশেষ মহলকে উনি ক্ষমতায় আনার চেষ্টা করছিলেন।
সর্বোপরি উনি যুদ্ধ অপরাধীদের কে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। উনাকে গ্রেপ্তার করার জন্যে সরকারকে সধুবাদ জানাই।।

Hemel Hossain
২০১৩.০৪.১১ ১০:২০
অবশেষে সরকারের বোধোদয় উদয় হল।চোর পালালে বুদ্ধি বাড়ে।একে অনেক আগে ধরে জেলে আজীবন রেখে দেয়া উচিত ছিল

Habib
২০১৩.০৪.১১ ১০:২০
খুব ভাল লাগতেছে.
২০১৩.০৪.১১ ১০:২০
অবশেষে নাটের গুরু গ্রেফতার!

আবু আব্দুল্লাহ
২০১৩.০৪.১১ ১০:২১
সরকার ঠিক করেনি।

saidur rahman
২০১৩.০৪.১১ ১০:২২
নিন্দনীয়; সমর্থনযোগ্য নয়।পত্রিকা সম্পাদককে গ্রেফতার সঠিক কাজ হতে পারে না।

Abdullah Al-Mamun. রংপুর ।
২০১৩.০৪.১১ ১০:২২
সরকারের পক্ষে সব কিছু মোকাবিলা করা কঠিন হয়ে পরবে ।

A Rahman
২০১৩.০৪.১১ ১০:২২
আলহামদুলিললাহ.

Md. Zakaria Habib Khan Shishir
২০১৩.০৪.১১ ১০:২৩
ধন্যবাদ সরকারকে.। ভাল হয়েছে ...সরকার কাজের কাজ করেছে।
২০১৩.০৪.১১ ১০:২৪
বাহ !!! আমাদের বাক স্বাধীনতার তুলনা হয় না।

Karim
২০১৩.০৪.১১ ১০:২৪
ভাল হয়েছে বিচার হঅয়া উচিৎ

Moniruzzaman
২০১৩.০৪.১১ ১০:২৪
ধন্যবাদ সরকার েক ।
২০১৩.০৪.১১ ১০:২৪
No needy for Anti Gov. Party,Journalist against Awami,Philosophy in this country.Only ruling party and their followers will be survived.
২০১৩.০৪.১১ ১০:২৪
আমাদের কাউকে সত্য বলতে দেখলেই জ্বালা লাগে।.
আমদের সত্য শোনার ইচ্ছা নাই।.
আমরা যা শুনতে চাই, তা ছাড়া বাদবাকি সব মিথ্যা প্রোপ্যাগান্ডা।.
বাংলাদেশে দেশপ্রেম মানেই আওয়ামী লীগের হয়ে কথা বলা।.
অন্যকোন প্লাটফর্মে দাড়িয়ে কথা বলাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।.

Suman
২০১৩.০৪.১১ ১০:২৫
এত দেড়ী হল কেন?? আগেই ধরা উচিত ছিল। সরকার এত দিন পর একটা ভাল কাজ করল।
সবাইকে অভিনন্দন......।

Md. Alamgir Badsha
২০১৩.০৪.১১ ১০:২৫
He should be punished in the right way for his terrorism activity though the mighty newspaper.

Rashedul Haque
২০১৩.০৪.১১ ১০:২৫
কেন এত দেরী ? আরও তিন মাস আগে হলে, দেশের আনেক ক্ষতি এড়ানো যেত। তার থেকে আনেক সাবধান থাকা উচিত, সকলকে।

dr kaes
২০১৩.০৪.১১ ১০:২৫
ধর্মীও সম্প্রীতি বিনষ্ট কারী সকল ধর্ম বেবসায়ীদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। নয়তো এরা পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাবে।

Karim
২০১৩.০৪.১১ ১০:২৬
ভাল হয়েছে বিচার হঅয়া উচিৎ । অনেক আগেই তাকে গ্রেফতার করা প্রয়োজ ছিলো। এই একটি মানুষের কারণে অনেক জান-মালের ক্ষতি হয়েছে।
২০১৩.০৪.১১ ১০:২৬
কাজটা ভাল হয় নাই। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি

Tanvir Tushar
২০১৩.০৪.১১ ১০:২৬
ইসলামের অনেক অপপ্রচার করেছে।এই দেশে জায়গা নাই।আরো আগে গ্রেফতার করা উচিত ছিল.

Rakib Uddin
২০১৩.০৪.১১ ১০:২৭
It is just another proof of intolerance to the opposition. Should the govt. has minimum respect to the democracy, they could not do so. It may further ignite the political unrest over the country resulting to additional destruction of economy and suffering of the citizens.
২০১৩.০৪.১১ ১০:২৮
দেরিতে হলেও হয়েছে বলে সরকারকে ধন্যবাদ । মাহামুদুর রহমানকে কমকরে হলেও ১০০ দিন রিমান্ডে নিয়ে উচিৎ । ভুয়া ভুয়া সংবাদ দিয়ে দেশের সহজ-সরল মানুষদের উস্কে দিচ্ছিল ।মাহমুদুর রহমান বাংলাদেশের সমস্ত সংবাদকর্মী ও সম্পাদকের কলঙ্ক।

Md.Humayun Kabir
২০১৩.০৪.১১ ১০:২৯
Very well done..
২০১৩.০৪.১১ ১০:৩২
We could now realize how it was formed? Just shameless Govt.

sm zia uddin
২০১৩.০৪.১১ ১০:৩২
তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

masrur
২০১৩.০৪.১১ ১০:৩২
আওয়ামী লীগ তাদের স্বভাবসিদ্ধ রীতি অনুযায়ী দেশের বাক স্বাধীনতা রুদ্ধ করল। এখন এ দেশে মানুষজন কেবলমাত্র আওয়ামী লীগের কথাই শুনতে পাবে, অন্য কন্ঠস্বরগুলোকে সব রুদ্ধ করে দেয়া হল।

চলুক..... একদলের খেলাই চলুক..........

Sabuj
২০১৩.০৪.১১ ১০:৩৩
এমন শিক্ষা দেওয়া হোক, যাহাতে দেশের সাথে বেঈমানি করার কথা কোনদিন ভাবতেই না পারে।
২০১৩.০৪.১১ ১০:৩৩
হানিফ সাহেবের কথার দাম আছে।
২০১৩.০৪.১১ ১০:৩৩
এবার দয়া করে জগন্য মিথ্যাচার 'দিগন্ত টেলিভিশন' টি বন্ধ করুন তাহলে দেশ এবং দেশের মানুষ অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে।

Md. Jamal Hossain
২০১৩.০৪.১১ ১০:৩৩
কাজটা অনেক আগেই করা দরকার ছিল, জাতীর বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র সার্থ ত্যাগ করা দরকার। এই দুষ্ট অপপ্রচার কারীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

Zaman
২০১৩.০৪.১১ ১০:৩৪
... যেন দেশের বিরুদ্দহে আর কখনও কোন কথা বলার সাহস না পাই।

tarek azim
২০১৩.০৪.১১ ১০:৩৫
জোর করে এ পৃথিবীতে কেউ কিছু করতে পারেনি। এ চরম সত্য কথাটা বোধ হয় আমাদের বর্তমান সরকার ভুলে গেছে। গণহারে গ্রেফতার পরিস্হিতি শান্ত করবে না বরং ঘোলাটে করবে আরও।
২০১৩.০৪.১১ ১০:৩৬
সরকার এ কাজটা আরো আগে করা উচিত ছিল।আর তা হলে পুরো বাংলাদেশে এতো খারাপ অবস্থা হতো।

G U Haider
২০১৩.০৪.১১ ১০:৩৬
Mr. Amin,
i think u don't know about baksal,
u want first study about this, then plz be a coment.
all are editor not " DESH DRUHI" As Like Mahamudur Rahman.

shofiqul islam
২০১৩.০৪.১১ ১০:৩৭
মাহমুদুর রহমানকে গ্রেফতারের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের আরেকটি কালো অধ্যায় রচিত হলো। এ সরকারের সব কুকীর্তি ফাঁস করে বলেই মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হলো।

Mahmudur Rahman
২০১৩.০৪.১১ ১০:৩৭
কাজটা আরও আগে প্রয়োজন ছিল, তাহলে হয়তো দেশে এতো নৈরাজ্য সৃষ্টি হতোনা।

sumit jaman
২০১৩.০৪.১১ ১০:৩৭
সঠিক সিদ্ধান্ত,সরকারকে ধন্যবাদ।

Md.Nabi
২০১৩.০৪.১১ ১০:৩৮
ভালই ত হলো। সরকার যা খুশি করবে এখন। কেউ কিছু লিখতে পারবে না সরকারের আকামের বিরুদ্ধে। গণতন্ত্র বিকশিত হবে !

মো‌: হাফিজুর রহমান
২০১৩.০৪.১১ ১০:৩৯
২০১০ সালের একটি ওয়ার্ডপ্রেস কে রাজীবের মৃত্যুর পর মিডিয়াতে ঢালাও প্রচার করে উদ্দেশ্যমূলক ভাবে দেশে ধর্ম নিয়ে দাঙ্গা বাধানোর মূল পরিকল্পনাকারী , কাবাশরীফের গিলাফ নিয়ে মিথ্যাচার, ধর্মকে পুজি করে রাজাকারদের বিচার বানচালের মূল হোতা, এর আগেও বহু ষড়যন্ত্রের মূল নায়ক এই ... মিনিমাম এক মাসের রিমান্ডে নিয়া পেটের সব ষড়যন্ত্র বের করে আনতে হবে, সাংবাদিকতার আড়ালে জঙ্গীবাদের গডফাদার এর জন্য গত ৩ মাসে প্রায় সাড়ে তিনশ মানুষ প্রাণ হারাইছে।

Tonmoy
২০১৩.০৪.১১ ১০:৪০
পত্রিকার কাজ হচ্ছে কোন অঘটন ঘটলে তা জনলমক্ষে তুলে ধরা। ডেনমার্ক, আমেরিকা কিংবা ফ্রান্সে ইসলাম ধর্মের অবমাননা হলে আমরা পত্রিকার মাধ্যমে তার খবর পাই এবং প্রতিবাদ করি। অথবা দেশে কোন অঘটন ঘটলে কিংবা খুন-খারাবি হলে পত্রিকা প্রকাশ করলে আমরা খবর পাই এবং প্রতিক্রিয়া ব্যক্ত করি। সুতরাং এখানে পত্রিকার সম্পাদকের দোষের কিছু নেই যদি না সে তার পত্রিকায় বানিয়ে কিছু মিথ্যা, অবমাননাকর না লেখে। ইসলাম ধর্মের অবমাননাকর বস্তু প্রকাশের জন্য দায়ী ব্লগার ও ব্লগসমুহের পরিচালকদের গ্রেফতার করতে হবে। কারণ তারাই অবাধ মত প্রকাশের নামে কারো বিরুদ্ধে অবমাননাকর চর্চার সুযোগ করে দিচ্ছে।

Tanvir Tushar
২০১৩.০৪.১১ ১০:৪০
ভুয়া ভুয়া সংবাদ দিয়ে দেশের সহজ-সরল মানুষদের উস্কে দিচ্ছিল ।মাহমুদুর রহমান বাংলাদেশের সমস্ত সংবাদকর্মী ও সম্পাদকের কলঙ্ক।

Maruf
২০১৩.০৪.১১ ১০:৪০
WHAT ELSE TO EXPECT FROM A FASCIST GOVERNMENT? BUT THIS TYPE OF REPRESSION NEVER SAVES.
I CAN SEE THAT SOME PEOPLE SUPPORTING HIS ARREST. CAN ANYONE OF YOU TELL WITH PROOF WHAT MR. MAHMUDUR RAHMAN WROTE IS NOT THE TRUTH?

Mahfuz
২০১৩.০৪.১১ ১০:৪১
ধন্যবাদ আইন- শৃংখলা বাহিনীকে। দেরী করে করলেও, সরকারকেও ধন্যবাদ।

Shamsul Alam
২০১৩.০৪.১১ ১০:৪১
হেফাজতে ইসলাম এর ব্ল্যাসফেমী আইনে এই সাম্প্রদায়িক উসকানি দাতার বিচার করতে হবে।
২০১৩.০৪.১১ ১০:৪২
He is a 'good sign' of yellow journalism.
২০১৩.০৪.১১ ১০:৪২
Shame...............Shame..............Shame.......

sirajul islam
২০১৩.০৪.১১ ১০:৪২
He should be punished. He is a conspirator of many things.

Zuhayr Umran
২০১৩.০৪.১১ ১০:৪৩
He is the real kalprint for the Fundamental propaganda. Should be done one month ago. Right now will cause nothing but problem. Still bold decision.

Nahid Waliul
২০১৩.০৪.১১ ১০:৪৩
সীমা লংঘন কারীকে আল্লাহ্ পছন্দ করেন না । আর মাহ্মুদুর রহমান চুরান্ত সীমাও লংঘন করেছেন । তার কারনেই অসংখ্য প্রানহানী ঘটেছে । আল্লাহ্ র ইচ্ছাতেই সে গ্রেফতার হয়েছে , আল্লার ঘর কাবা শরীফ নিয়ে মিথ্যাচার যে করেছে আল্লাহই তাকে শাস্তি দিবেন - জনগন ও সরকার তো অসিলা মাত্র ।

Fahim
২০১৩.০৪.১১ ১০:৪৪
মাহমুদুরকে গ্রেফতারের জন্য সরকারকে সাধুবাদ জানাই। তবে কেবল গ্রেফতার করে কাজ শেষ ভাবলে হবে না। লাখো মানুষকে নাস্তিক বলে মানহানি করার সাথে সাথে, মক্কার ঈমামদের নিয়ে মিথ্যাচার, সমাজে ঝগড়া-ফ্যাসাদ লাগিয়ে মাউলানাদের উসকে দেয়া, ১৫০ জন গ্রামবাসীকে পুলিশের বিরুদ্ধে লেলিয়ে দেয়া থেকে শুরু করে যুদ্ধাপরাধিদের বিচার বানচালে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে তার কঠো্র শাস্তি দাবী করছি।

M Z ISLAM
২০১৩.০৪.১১ ১০:৪৪
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

Faruq Ahmed
২০১৩.০৪.১১ ১০:৪৫
২০১২ সালে ১৪ ডিসেম্বর তেজগাঁও থানায় করা একটি মামলায় রাষ্ট্রদ্রোহ এবং তথ্য প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৬ ও ৫৭ ধারায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে আজ এপ্রিল ১১, ২০১৩। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও ঢাকা মহানগর পুলিশ কি এতদিন বসে বসে আঙুল চুষেছিল?
২০১৩.০৪.১১ ১০:৪৬
বাকশালের নব উত্থানে সরকারকে অভিনন্দন ।

mamun
২০১৩.০৪.১১ ১০:৪৬
যারা মাহমুদুর রহমানকে নিন্দা করছেন তারা অবশ্যই এক চোখা কট্টর আওমি ...বাংলাদেশে কোন সৎ ,নির্ভীক ,মেধাবী,সাহসী, ধর্মপ্রাণ, সম্পাদক থাকলে তা অবশ্যই মাহমুদুর রহমান। ব্লগে ইসলামের প্রতি অপপ্রচার একমাত্র তার কারনেই বন্ধ হয়েছে।

আতিক ( গুয়াংজু, চায়না )
২০১৩.০৪.১১ ১০:৪৬
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। দেশে বাক স্বাধীনতা ও নিরাপত্তা বলতে কিছু নাই ।
২০১৩.০৪.১১ ১০:৪৬
ইয়েস!!অভিনন্দন সরকারকে।এটা আরও আগেই করা উচিত ছিল।

nabil khan
২০১৩.০৪.১১ ১০:৪৬
Truth is beauty, beauty is truth. Mahmudur Rahman publish many harsh truth. But present government has no moral courage to except these harsh truth. Thats why they arrest bravo Editor Mahmudur Rahman.
Nothing can justify torture, government should remember this truth.

Md.Asif Iqbal
২০১৩.০৪.১১ ১০:৪৬
এটা কনো বেপার না ...
২০১৩.০৪.১১ ১০:৪৭
এটা ভেবে ভালো লাগছে যে সরকার তার স্বরূপে ফিরে এসেছে,এখন নয়া দিগন্ত বন্ধ করতে পারলেই কেল্লাফতে,

MD. Dipu Rahman
২০১৩.০৪.১১ ১০:৪৭
সরকারকে অনেক অনেক thanks.

Abdul Hye
২০১৩.০৪.১১ ১০:৪৮
Right decision, try to find out all hidden conspiracy against country. He is the sole Bangladeshi agent of ISI and did all in favor of Pakistan. Government can do it in very early stage.
He has no religion trust, he has no human quality. He is main culprit to create the so called religious jealousy against Islam and human being.

sinthiea
২০১৩.০৪.১১ ১০:৪৮
আমরা প্রতিবাদ করি।.

মোহাম্মদ
২০১৩.০৪.১১ ১০:৪৯
সরকারের পায়ের নিচে মাটি নাই, সরকার এখন পাগলের মত হইয়া গেছে, কি কইরা কি করব বুঝতে পারে না, সরকার পাপের পাহাড় করছে, পাপে বাপকেও ছাড়ে না, এক মাহমুদুর রহমানকে গ্রেফতার করলে হাজার মাহমুদুর রহমান বের হবে ইনশাআল্লাহ।
২০১৩.০৪.১১ ১০:৪৯
এটা ঠিক হলো না.
২০১৩.০৪.১১ ১০:৪৯
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
২০১৩.০৪.১১ ১০:৫০
দেরিতে হলেও মাহমুদুর রহমান কে আটক করার জন্য সরকারকে ধন্যবাদ
এখন বাশের কেল্লার পেইজের এডমিন দের আটক করার জোর দাবি জানাচ্ছি

Sky Fall
২০১৩.০৪.১১ ১০:৫১
এত দিন পর একটা খুশির সংবাদ পাইলাম।
আর আগে একে গ্রেফতার করা উচিত ছিল।

Mohammed hasan
২০১৩.০৪.১১ ১০:৫১
good news, thanks god, he should be punish for dirty and yellow journalism.

azam khan
২০১৩.০৪.১১ ১০:৫১
Let me say....Govt becoming insane and are quiet reluctent to endure other opinion.If you have logic and brave, then face Mahmudur with writing and challenge him with extact evidence.You can never stop people from their right by keeping in prison. It would be better to realize this truth as earlier as possible.

Mohammad Siam Hossain Khan
২০১৩.০৪.১১ ১০:৫১
এই একটি মানুষের কারণে অনেক জান-মালের ক্ষতি হয়েছে।
২০১৩.০৪.১১ ১০:৫২
দেরিতে হলেও হয়েছে বলে সরকারকে ধন্যবাদ । মাহামুদুর রহমানকে কমকরে হলেও ১০০ দিন রিমান্ডে নিয়ে উচিৎ । ভুয়া ভুয়া সংবাদ দিয়ে দেশের সহজ-সরল মানুষদের উস্কে দিচ্ছিল ।মাহমুদুর রহমান বাংলাদেশের সমস্ত সংবাদকর্মী ও সম্পাদকের কলঙ্ক।

A.Forkan
২০১৩.০৪.১১ ১০:৫২
ওকে আরো আগে Arrest করা হলে দেশে এত সহিংস ঘটনা ঘটতো না। ভাল কাজটা একটু দেরীতে হলেও হয়েছে,
২০১৩.০৪.১১ ১০:৫২
Imran Masud সাহেবকে বলছি.... রাস্তায় যখন একটা পাগল বিবস্ত্র অবস্থায় অশ্লীল প্রলাপ বকতে থাকে তখন কোন শুভবুদ্ধিসম্পন্ন মানুষের পক্ষে 'বধির' এবং 'অন্ধ' সাজা ছাড়া উপায় থাকেনা। যদিয়ো অনেকে 'চোখ' 'কান' খোলা রেখে খুবই মজা পায়।

রওনক শুভ
২০১৩.০৪.১১ ১০:৫৩
ভালো খারাপ দুইটায় হইসে , এখন দেখাযাক কি হয়।

imtiaz ahmed chowdhury
২০১৩.০৪.১১ ১০:৫৪
আহা কি আননডো আকাশে বাতাসে ।

Adnan
২০১৩.০৪.১১ ১০:৫৫
সরকারই বলেছে সকলেরই নাকি বাক সাধীনতা আছে। তবে কেন মাহমুদুর রহমান কে গ্রেফতার করা হল?? তীব্র নিন্দা জানাই

Engr. Md. Rubel Miah
২০১৩.০৪.১১ ১০:৫৫
The government is doing very bad things in the Country. They always give issues to the Opposition and also conscious people to strike against them. That's why today we see these kind turmoil situation. I should say to Govt., please don't do anything which against democracy and law and the same time arise issues.
May Allah bless this Country..............................................

NAYEM
২০১৩.০৪.১১ ১০:৫৫
He should be punished & banned from Journalism..

Md.Aktaruzzaman
২০১৩.০৪.১১ ১০:৫৫
একটি পত্রিকার সমোলচনা সহ্যকরার ক্ষমতা এই সরকারের নেই। এভাবে সত্যকে ঠেকানো যায় না।

Jaman
২০১৩.০৪.১১ ১০:৫৫
Highly Appreciated !

moheuddin
২০১৩.০৪.১১ ১০:৫৬
আমার ত মনে হয় এটা ভাল ফল দিবে না ।
২০১৩.০৪.১১ ১০:৫৬
পবিত্র কাবা শরিফের গিলাফ নিয়ে মিথ্যা রটনা কারী মাহামুদুর রহমান গেরেফতার!

imam
২০১৩.০৪.১১ ১০:৫৭
এই কাজটা আরো আগে করার দরকার ছিল
২০১৩.০৪.১১ ১০:৫৮
কেন মাহমুদুরের গ্রেফতার সাপোর্ট করবো?
১.ধারাবাহিকভাবে ভুয়া সংবাদ প্রচার
২.সাম্প্রদায়িকতা উস্কে দেয়া
৩.উস্কে দেয়া সাম্প্রদায়কতায় শত শত মানুষের প্রানহানি
৪.উস্কে দেয়া সাম্প্রদায়িকতায় হরতালসহ নানান দুর্ভোগ
৫.গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র(thanks to Bangla-leaks)
৬.ধর্ম সম্পর্কে অসত্য-অর্ধসত্য বক্তব্য দিয়ে ও অন্যের নামে লেখা ধর্মবিদ্বেষী ভুয়া কথাবার্তা(নুরানিচাপা) তার নামে চালিয়ে দিয়ে ধর্মের অবমাননা করা
৭.ব্যক্তিগত স্কাইপের তথ্য পেপারে ফ্লাশ করে ব্যক্তির প্রাইভেসি লঙ্ঘন করা
কেন মাহমুদুরের গ্রেফতার সাপোর্ট করবো না?
১.এই দেশ গণতান্ত্রিক দেশ।
২.এর মানে যা ইচ্ছা তাই বলা যাবে,এতে যদি পুরো দেশ জাহান্নামে যায়ও তাহলেও বলা যাবে।

Ashraful Alam
২০১৩.০৪.১১ ১০:৫৮
আমি খুশি হয়েছি। এ ধরনের অপেশাদার লোক যেন ভবিষ্যতে পত্রিকার সম্পাদক হতে না পারেন। এরা দেশের জন্য ক্ষতিকর। উনি অনেক ক্ষতি করেছেন। সরকার সঠিক তদন্ত করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এমন প্রত্যাশা করছি।
২০১৩.০৪.১১ ১০:৫৯
বাকসাল ..। বাকসাল ..। বাকসাল ..........। বাকসাল .........

ZAHIRUL ISLAM
২০১৩.০৪.১১ ১১:০১
আজ তথাকথিত সুশীল সাংবাদিক নেতারা কোথায়?
২০১৩.০৪.১১ ১১:০১
আলহামদুলিল্লাহ। বাকশাল তো দেখিনি এবার দেখার সৌভাগ্য হলো।

ekramul hoq
২০১৩.০৪.১১ ১১:০৩
আমরা স্বাধীন নামক ভুখন্ডের পরাধীন নাগরিক ।

Sheikh Ali Uzzaman
২০১৩.০৪.১১ ১১:০৪
অবসেসে সরকার এক্টা ভাল কজ করেছে । এদেশদ্বহী র কঠিন বিচার চাই ।
২০১৩.০৪.১১ ১১:০৫
সারকারের আন্তরিকতা দেখে ভাল লাগ্ল ..

H B Pulok
২০১৩.০৪.১১ ১১:০৬
Should be punished

Bipul
২০১৩.০৪.১১ ১১:০৬
বাহ্ খুব ভালো! দিনটি শুরু হলো একটা শুভ সংবাদ দিয়ে।

Masud
২০১৩.০৪.১১ ১১:০৬
ওনাকে এক মাসের রিমানেড নিয়ে সকল রাষ্ট্রদ্রোহ তথ্য বের করা হোক. He is enemy of our nation.

Mostafiz
২০১৩.০৪.১১ ১১:০৭
এটা কি মত প্রকাশের স্বাধীনতা ? কাজ টা ভাল হল না ।

md monir uddin
২০১৩.০৪.১১ ১১:০৭
এটা ভয়ংকর রকমের ফ্যাসিবাদ। মিডিয়ার অবশ্যই সোচ্ছার হওয়া উচিত।

Prodip
২০১৩.০৪.১১ ১১:০৭
ভালই হয়েছে, অনেক অাগেই গ্রেপ্তার করা উচিত ছিলো । রাষ্ট্রের সংহতি , শান্তি এবং মানুষের পরস্পরিক সৌহার্দ্য বিনষ্ট কারীর জন্য কোন গনতন্ত্র নয় । তার পত্রিকাটাও নিষিদ্ধ করা হোক ।

Fahim
২০১৩.০৪.১১ ১১:০৭
১৯৭১ এর পর বাংলাদেশের সর্ববৃহৎ দেশদ্রোহী এবং সর্বোচ্চ সংখ্যক বার ইসলামের অবমাননাকারী মাহমুদুরকে গ্রেফতারের জন্য সরকারকে সাধুবাদ জানাই। আলহামদুলিল্লাহ! তবে কেবল গ্রেফতার করে কাজ শেষ ভাবলে হবে না। লাখো মানুষকে নাস্তিক বলে মানহানি করার সাথে সাথে, মক্কার ঈমামদের নিয়ে মিথ্যাচার, সমাজে ঝগড়া-ফ্যাসাদ লাগিয়ে মাউলানাদের উসকে দেয়া থেকে শুরু করে যুদ্ধাপরাধিদের বিচার বানচালে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে তার কঠো্র শাস্তি দাবী করছি।

Syed Md. Kamruzzaman
২০১৩.০৪.১১ ১১:০৮
সরকারের বিরোধীতা কেউ করতে পারবে না!!!

nazim
২০১৩.০৪.১১ ১১:০৮
ভালই ত হলো। সরকার যা খুশি করবে এখন। কেউ কিছু লিখতে পারবে না সরকারের আকামের বিরুদ্ধে। গণতন্ত্র বিকশিত হবে।

Md. Rezaul karim
২০১৩.০৪.১১ ১১:০৮
একটা জাতীর ভিতরে বিভেদ এবং সাম্প্রদায়িক দাঙ্গা বা সংঘাত লাগানোর জন্যে এ রকম একটাই জাতির জন্য যথেস্ট।
২০১৩.০৪.১১ ১১:০৯
অনেক আগেই গ্রেফতার করা উচিৎ ছিলো । তাহলে দেশের এত ক্ষতি হতনা । এত মানুষ মরতোনা ।

Md. Mosharaf Hossain
২০১৩.০৪.১১ ১১:০৯
সরকারকে ধন্যাবাদ ...... দেরিতে হলেয় গ্রেপ্তার করা হয়েছে।

Shah Riyad Chowdhury
২০১৩.০৪.১১ ১১:১০
আলহামদুলিল্লাহ । এটা আরো আগে হওয়া উচিত ছিল

Syed Hasanujjaman ( Hasan )
২০১৩.০৪.১১ ১১:১০
সরকারের এই কাজটাকে সমর্থন করা যায়, যে কথা মুখে আনাও পাপ সেই কথা পত্রিকায় প্রকাশ করেছে শুধু মাত্র রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য। সংবাদ পত্রে সরকারের পক্ষ বিপক্ষ থাকবেই, তাই বলে এই মাহমুদুর রহমানের মত অন্ধ (বি এন পি সমর্থক) সম্পাদক বাংলাদেশেতো নয়ই, পৃথীবির কোথাও নেই।

Md. Jakir Hossain
২০১৩.০৪.১১ ১১:১০
অতীত থেকে কেউই শিক্ষা নেয় না। যে কাজ করছে বিএনপি ঠিক একই কাজ করতাছে আ.লীগ।

md sofor uddin khan
২০১৩.০৪.১১ ১১:১১
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

Shaheen Reza
২০১৩.০৪.১১ ১১:১১
২৩ ফেব্রুয়ারি আমার দেশ- এর অনলাইন সংস্করণের আগের দিনের সহিংসতা নিয়ে প্রকাশিত সংবাদে এই মন্তব্যটি করেছিলাম: এ মুহূর্তে বাংলাদেশের সুখী মানুষদের একজন আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। মানুষের ধর্মবিশ্বাস আবেগ অনুভূতিকে পুঁজি করে এক উন্মাতাল খেলায় মেতে উঠেছে আমার দেশ। ধর্ম নিয়ে কে বা কাদের কটূক্তির সঙ্গে নানা রকম রং মিশিয়ে আগুনঝরা সব লেখা ছেপেছে আমার দেশ। উদ্দেশ্য সুস্পষ্ট। সাধারণ মানুষকে উসকে দেওয়া। বিশৃঙ্খলতা তৈরি। জামাতকে নুতুন মোড়কে মাঠে নামার সুযোগ করে দেওয়া। জাতীয় স্বার্থ এই কাগজের কাছে বড় হয়ে ওঠেনি। সাংবাদিকতার নীতি নৈতিকতার দিকটিও অবলীলায় পদদলিত করেছে পত্রিকাটি। মাহমুদুর রহমান এবং আমার দেশ-এর সমমনারা সফল। হাঙ্গামা হয়েছে। রক্ত ঝরেছে। লাশ পড়েছে। এটাই তো তারা চেয়েছিল। তার পত্রিকার অনলাইন সংস্করণে গতকালের ঘটনার দায়ভার কিছুটা হলেও স্বীকার করে নেওয়া হয়েছে। সর্বশেষ সংবাদ-এ তার বিরুদ্ধে মামলাসংক্রান্ত খবরটির শেষাংশ এরকম: উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন ব্লগে ইসলাম সম্পর্কে কটূক্তির খবর বিস্তারিত প্রকাশ করে দৈনিক আমার দেশ। এতে সারা দেশের আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসলমান ও ইসলামী দলগুলোর কর্মীরা ফুঁসে ওঠেন। শুক্রবার বাদ জুমা একযোগে সারা দেশে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে সিলেট, ঝিনাইদহ ও গাইবান্ধায় চারজন মারা যান।

আর হ্যাঁ। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপরও আঘাত এসেছে। আমাদের পতাকা অপমানিত হয়েছে। আমাদের শহীদ মিনার উগ্রতার কর্কশ থাবায় চূর্ণ-বিচূর্ণ হয়েছে।
২০১৩.০৪.১১ ১১:১২
My Heartland Bangladesh have just started it’s journey toward the light. May Allah save it from the false pride and gilt which has been implanted in our daily lives at the name of Liberation War's Spirit and Progressiveness. On car windshield we mount GPS for driving confidently. A GPS has Satellite-hyperlink, an instruction manual, and operational destination point to overcome constraint time and energy. Bangladesh is getting ready to mount GPS and it is the sign of good beginning.
২০১৩.০৪.১১ ১১:১৩
এইবার বুঝবা, মিথ্যাচারের ফল কি দাঁড়ায়।

md.shahed
২০১৩.০৪.১১ ১১:১৪
এটা নতুন িকছু নয়।

Aminul Ahesan
২০১৩.০৪.১১ ১১:১৫
Better late than never.

projonmoekattur
২০১৩.০৪.১১ ১১:১৫
সরকারকে ধন্যবাদ মাহমুদুর রহমানকে দেরিতে হলেও গ্রেফতার করার জন্য; আমাদের দাবি থাকবে তাকে এমন শাস্তি দেয়া হোক যাতে ভবিষ্যতে কেউ দেশে সাম্প্রদায়িক দাংগা বাধাঁনোর উস্কানি দিতে সাহস না পায়; তার প্রতিটি অপকর্মের দৃস্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

Firoz Alam
২০১৩.০৪.১১ ১১:১৬
অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার বীজ বপনকারী, সাম্প্রদায়িক উস্কানিদাতা এবং পবিত্র কাবা শরিফের ঈমামদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচারকারীকে গ্রেপতার করায় জনমনে খানিকটা স্বস্তি ফিরে এসেছে। তার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।
২০১৩.০৪.১১ ১১:১৭
সরকার চরম ভাবে ব্যর্থ। ব্যর্থতা ঢাকতে এখন গণমাধ্যম কে বন্ধ করার পায়তারা করছে।

Syed Masrur Ahmmad
২০১৩.০৪.১১ ১১:১৭
বর্তমান সরকারের আরও একটী মারাত্বক ভুল পদক্ষেপ।

Md.Humayun Kabir
২০১৩.০৪.১১ ১১:১৭
Very well done.

SM Masum
২০১৩.০৪.১১ ১১:১৭
খুব ভাল

Morshed
২০১৩.০৪.১১ ১১:১৮
সরকারকে অভিনন্দন, তাকে অনেক আগেই গ্রেফতার করা দরকার ছিল।কারন গত কয়েক মাসের সকল সহিংস ঘটনার উস্কানিদাতা এই একটি ব্যাক্তি, যে সাংবাদিকতার আবরনে সাম্প্রদায়িকতা ও সহিংসতাকে উস্কে দিয়েছে। ধর্মের নামে চরম অধর্মকর কাজ করেছে পবিত্র কাবা শরীফের বিষয়ে মিথ্যাচার করে।
সাংবাদিকতাকে করেছে কলুষিত , পেশায় প্রকেৌশলী হয়েও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন যা ভবিষত সাংবাদিকতার পেশাদারিত্বকে নস্ট করেছে, কারন ইতিমধ্যেই বিভিন্ন কর্পরেট গ্রুপ মিডিয়ার নামে তাদের ব্যাবসায়ের স্বার্থ রক্ষায় ততপরতা চালাচ্ছে,এরপর ডাক্টার, মুদি দোকানদার ও সম্পাদক হতে চাইবে এবং এতে পেশা হিসাবে সাংবাদিকতর 'মৌলিকত্ব' থাকবেনা।

Rajib Mirdha
২০১৩.০৪.১১ ১১:১৯
সাম্প্রতিককালের সহিংস ঘটনার অন্যতম মদদদাতা ও উস্কানিদাতা এই লোকটার জন্য দেশ আজ ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে ! এই লোকটাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।

Mohammad Siam Hossain Khan
২০১৩.০৪.১১ ১১:১৯
দেশে চলমান বিশৃঙ্খলায় উত্তরা ষড়যন্ত্রের এই হোতার প্রত্যক্ষ হাত রয়েছে। একে কঠোর শাস্তি দেওয়া হোক।

Shafiq ([email protected])
২০১৩.০৪.১১ ১১:১৯
মানবিক মূল্যবোধ বিবর্জিত এই লোকটির কঠিন শাস্তি হওয়া উচিত।

Nur Sahed
২০১৩.০৪.১১ ১১:১৯
উস্কানিদাতা আর মদদদাতা কাকে বলে এই মাহমুদুরকে গবেষনা করলেই বুঝা যাবে।

আব্দুল্লাহ
২০১৩.০৪.১১ ১১:২১
আওয়ামী সরকার সত্যপন্থীদের তাদের প্রতিপক্ষ মনে করছে বহুদিন ধরে।

Shaheen_Raozan_Chittagong
২০১৩.০৪.১১ ১১:২১
He must treat with EGG!!

ইঞ্জিনিয়ার ডি , এম , মাহবুব-উল-মান্নাফ ( শুভ )
২০১৩.০৪.১১ ১১:২১
এই প্রথম ধর্মীয় উম্মাদনাকারী একজনকে সরকার গ্রেফতার করল। সরকারকে সাধুবাদ জানাই। এই মানুষটাকে একমাস আগে গ্রেফতার করলে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি বাংলাদেশে তৈরি হত না। সাংবাদিকতার স্বাধীনতার নামে এই মানুষটা ভেদাভেদ তৈরির চেষ্টা করে গেছে সারাটা সময়। আশা করি, নিরপেক্ষ অবস্থান থেকে সরকার ধর্মীয় উসকানিদাতা হিসেবে এই মানুষটার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবে।
সভ্য সমাজের জয় হোক। জয় হোক অসাম্প্রদায়িকতার। আলোর পথে আমাদের যাত্রা, এ যাত্রায় কোন সাম্প্রদায়িকতার ছোঁয়া আমরা রাখতে চাই না। জয়তু মানবজাতি।

Md Dulal Hossain
২০১৩.০৪.১১ ১১:২২
একজন সম্পাদক এভাবে গ্রেফ্তার করা কোন ভাবে্‌ই মেনে নেওয়া যায না । এটা অন্যায় । এর মাসুল এক সময় দিতে হবে ।

Sumaiya Sifat
২০১৩.০৪.১১ ১১:২২
So sad.I cant support it.

Nurul Amin Joarder
২০১৩.০৪.১১ ১১:২২
আলহামদুলিললা । দুশটু লোক ।

ইয়াসির আরাফাত
২০১৩.০৪.১১ ১১:২৩
ভালো কাজ করেছে ...।
২০১৩.০৪.১১ ১১:২৫
এই দেশে মত প্রকাশের স্বাধীনতার নামে সে যে কাজ করেছে এর কোন ক্ষমা নাই।

Alo Chaya
২০১৩.০৪.১১ ১১:২৫
ভাল কাজ । আরও আগে করা দরকার ছিল ।

Zaman
২০১৩.০৪.১১ ১১:২৫
আমার মনে হয় এই লোক টার উপর শয়তানের আছর আছে।
২০১৩.০৪.১১ ১১:২৫
বাকশাল কায়েমের পথে সরকার আরেকটু এগোল ।

Shaheen_Raozan_Chittagong
২০১৩.০৪.১১ ১১:২৫
যেমন কর্ম তেমন ফল। এই মাহমুদুর রহমান দেশকে একটা দাঙ্গার দিকে ঠেলে দিয়েছিলেন। তাকে আরও আগে গ্রেফতার করা দরকার ছিল। তিনি মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে দেশে একটা অরাজকতা তৈরি করতে চেয়েছিলেন।

masrur
২০১৩.০৪.১১ ১১:২৬
সরকার বিরোধী প্রতিটি কন্ঠস্বরকে রুদ্ধ করে দেয়া হচ্ছে..........

kamaluddin
২০১৩.০৪.১১ ১১:২৭
সরকারের বাকশাল কায়েমের ষড়যন্ত্ররে তীব্র নিন্দা জানাচ্ছি ।

ইঞ্জিনিয়ার ডি , এম , মাহবুব-উল-মান্নাফ ( শুভ )
২০১৩.০৪.১১ ১১:২৭
এই প্রথম ধর্মীয় উম্মাদনাকারী একজনকে সরকার গ্রেফতার করল। এই মাহমুদুর রহমান দেশকে একটা দাঙ্গার দিকে ঠেলে দিয়েছিলেন। তাকে আরও আগে গ্রেফতার করা দরকার ছিল। তিনি মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে দেশে একটা অরাজকতা তৈরি করতে চেয়েছিলেন।

mamun
২০১৩.০৪.১১ ১১:২৭
মাহমুদুর রহমান বাংলাদেশের সমস্ত সংবাদকর্মী ও সম্পাদকের কলঙ্ক।
২০১৩.০৪.১১ ১১:২৮
ধর্মিয় উস্কানি দাতা। ধর্মকে অবমাননা করে লেখা গুলো কৃষ্ণ গহব্বর থেকে সে তুলে এনে মানুষের মাঝে উস্কানি তৈরি করেছে। সব ধর্মের মানুষের উচিত এ ধরনের লোকের শাস্তির জন্য আন্দোলন করা।
২০১৩.০৪.১১ ১১:২৯
ব্লগার গ্রেফতারের নামে যখন সরকার কয়েকজঙ্কে আটক করে তখন সকলে বুঝে গেছে সরকার আসলে মাহামুদুর কে গ্রেফতারের গ্রাউন্দ তেইরি করছে ।

Mufazzal
২০১৩.০৪.১১ ১১:২৯
আওয়ামী লীগ ভুল নীতিতে চলছে বলে মনে হচ্ছে !

M. H. Anupam Mahmud
২০১৩.০৪.১১ ১১:২৯
This is a very good decisions from the government, but too late. He is not a journalist I think. A professional journalist should be Editor for any kind of newspaper, not a owner.

Joynal
২০১৩.০৪.১১ ১১:২৯
ছিঃ ছিঃ ছিঃ

Jamal Hossain
২০১৩.০৪.১১ ১১:২৯
সরকারকে অনেক ধাননাবাদ
২০১৩.০৪.১১ ১১:৩২
This step is highly unethical and very soon government will get feedback.

Aminul Ahesan
২০১৩.০৪.১১ ১১:৩২
বাংলাদেশে সাপ্রদায়িক সম্প্রীতি বিনস্টের অন্যতম হোতা। ইসলাম ধর্মের সবচেয়ে বড় অবমাননাকারী।উত্তরা ষড়যন্ত্রের খলনায়ক, জাগতিক দলীয় স্বার্থে পবিত্র ইসলাম ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করেছে । দেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানকে পরস্পরের প্রতি বিষোদগারে লিপ্ত করে সারা দেশময় অশান্তির বিষ বাষ্প ছড়িয়েছে। আমি তার জাগতিক শাস্তির পাশাপাশি তওবা নসীব হওয়ার জন্য দোয়া করছি।
২০১৩.০৪.১১ ১১:৩২
ইসলাম ও মহানবী (সঃ ) কে কটাক্ষ ও উস্কানিমূলক লেখা প্রকাশ করায় মাহমুদুরকে গ্রেফতার করা হয়েছে। আরো আগে গ্রেফতার করলে দেশ অনেক সহিংসতা থেকে রক্ষা পেত।

shah alam
২০১৩.০৪.১১ ১১:৩৪
আর আগে ধরা ধরকার ছিল

md. aminul hoque
২০১৩.০৪.১১ ১১:৩৫
সে সাম্প্রদায়িক উস্কানিদাতা, উত্তরা ষড়যন্ত্রকারী, এই মাহমুদুর রহমান বাংলাদেশের সমস্ত সংবাদকর্মী ও সম্পাদকের কলঙ্ক, সরকার আগেই গ্রেপ্তার করলে এত কিছু হত না

Ekhlas
২০১৩.০৪.১১ ১১:৩৬
শেষ ভালো যার সব ভালো তার...।.। আইন সবার জন্য সমান, ধন্যবাদ।

Halim Shan
২০১৩.০৪.১১ ১১:৩৬
মাহমুদুর রহমান যদি বলতে পারেন কেন উনি ডেনমার্কের পত্রিকায় নবীকে নিয়ে প্রকাশিত কার্টুন ছাপেননি, কেন ইন্নোসেন্স অব মুসলিম ছবিটার প্রতিটা লাইন ছাপেননি কিন্তু ব্লগারদের নামে প্রচারিত জঘন্য কথাবার্তা ছেপেছেন তাহলে উনাকে মুক্তি দেবার দাবী করছি।

Al Jahan
২০১৩.০৪.১১ ১১:৩৬
বাহ ভালই তো । সরকারের বিরুদ্ধে সাহস করে লেখার মত একজনই সম্পাদক ছিল । তাকেও জেলে নেওয়া হল ।

A.S.M Habibur Rahman
২০১৩.০৪.১১ ১১:৩৭
ধর্মীয় উদ্মাদনা সৃষ্টির মাধ্যমে যে খুনগুলো হয়েছে যাকে একটি গোষ্ঠী গণহত্যা বলছে, সেই হত্যাগুলোর জন্য দায়ী এই ব্যাক্তি।

Binoy Toppo
২০১৩.০৪.১১ ১১:৩৮
ধর্মীয় ও সাম্প্রদায়িক উস্কানিদাতাকে গ্রেফতার করায় সরকারকে অভিনন্দন। উচিত শিক্ষা যেন পায়।

ruhulaminpathan
২০১৩.০৪.১১ ১১:৩৮
Democracy has been stolen, no newspaper has been left to criticize current government.

Azizur Rahman
২০১৩.০৪.১১ ১১:৩৯
কাজটা ভাল হয় নাই।

Aminur Rahman,Khosru,Frankfurt/Germany
২০১৩.০৪.১১ ১১:৩৯
A journalist is a highly motivated person to report the facts to media,beside all this a journalist always guide a nation by doing his farsighted comment.A journalist has wide responsibilities for a nation.Beside all this,a journalist is an intellectual who often help nation by showing the right way in crisis.Mahmudur Rahman was a ill motivated journalist and he use to misguided us,by giving wrong,self produced facts and have provoked our religious loving people in various ways.Among many other good decision,this is another good step of the government.His arrest shall demonstrate that such provocative persons are not out of out law and law is ocean and law is applicable till the last dot to all class of people.We thank the prsent government to arrest a media culprit.

bishnu
২০১৩.০৪.১১ ১১:৩৯
HIGHLY APPRECIATED!

Azizur Rahman
২০১৩.০৪.১১ ১১:৪০
মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি - কাজটা ভাল হয় নাই।

Muzibur rahman
২০১৩.০৪.১১ ১১:৪৩
Everything government take late decision. Leadership should be quick,realistic with talents. Mahmudur Rahman should be arrested in december,2012. Now he did lots of damage,young boys of Shahbagh being blamed NASTIC ,and send wrong message to the people, Khaleda should be arrested soon,as she is creating lots of trouble,she aked for bloods to remove peoples elected government,Why govt delay? Never give releaf to enemy of the nation or enemy of democracy. Country not going in a peacefull atmosphere,Hard line action on BNP/Jamat shibir is over due. Maximum people sick of Hartals and destructions of buses trains,public property ,damage,minority attacks.

MD R. AN
২০১৩.০৪.১১ ১১:৪৩
Good news, I appreciate if govt. make rules to banned Jamate Islam

FARUK KHAN
২০১৩.০৪.১১ ১১:৪৩
আজকের দিনের সবচেয়ে ভাল খবর, এই বেটা-ই নাটের গুরু, বাংলাদেশের বিশৃঙ্খলা আর ষড়যন্ত্রের, মূল হোতা , বি এন পি আমলে বলেছিল পৃথিবিতে এমন কোন শক্তি নাই যে আমাকে গ্রেফতার করতে পারে , তিনি মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে দেশে একটা অরাজকতা তৈরি করতে চেয়েছিলেন। আজ দেশে কত জন ব্লগ পড়েন? কিন্তু পত্রিকা অনেকেই পড়েন। আর তিনি সেই পত্রিকাই আমাদের নবী নিয়ে আপত্তিকর তথ্য প্রকাশ করেছেন। যদি এই তথ্যগুলো প্রকাশ না হত তবে অনেকেই এই লেখা গুলো পড়ত না। তিনি এই আপত্তিকর তথ্যগুলো প্রচার করেছেন। তাই তাকে আগে শাস্তি দেওয়া দরকার। একে গ্রেফতার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

Shabuj
২০১৩.০৪.১১ ১১:৪৫
দেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী, ইন্ধনদাতা, অনেক আগেই গ্রেফতার করা উচিত ছিল।

masrur
২০১৩.০৪.১১ ১১:৪৫
সরকার যে কোন মূল্যে ক্ষমতা পাকাপোক্ত করতে চাচ্ছে...... যখন মনে করছে এর জন্য জামায়াত ঠেঙ্গানো উচিত, জামায়াতকে ঠেঙ্গাচ্ছে। যখন মনে করছে এর জন্য শাহাবাগে মুরগী সাপ্লাই দেয়া উচিত, দিচ্ছে, আবার যখন মনে করছে, এরা ক্ষমতা পাকাপোক্ত করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, তাদের হুমকি দিচ্ছে। যখন মনে করছে, ক্ষমতার লড়াইয়ে হেফাজতিদের প্রতিপক্ষ বানানো উচিত নয়, তাদের গালে চুমো দিচ্ছে, তাদের খুব সহজেই সব প্রকার আন্দোলন করতে দিচ্ছে। যখন আবার মনে করবে, হেফাজতিরাই আসল প্রতিপক্ষ, তখন তাদেরও ঠেঙ্গানী দিবে।

এগুলো কোন সমস্যা নয়, আওয়ামী লীগ কিংবা একটি ক্ষমতাসীন দল ক্ষমতা পাকাপোক্ত করতে এগুলো করতেই পারে। সমস্যা হচ্ছে.... বাঙ্গাল হাওয়ার তোড়ে বইছে...... বাতাস যেখানে আমি সেখানে....... স্রোতের তালে আমি এক ইলিশ..........

কিন্তু স্রোত যে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে, কোন অবস্থার মুখোমুখি আমাদের করে দিচ্ছে, তার কোন খবর নিচ্ছিনা আমরা বাংলাদেশীরা.................

shaokat hayder
২০১৩.০৪.১১ ১১:৪৬
মাষআললাহ না বলে সেস হবে না .. সুকরিাাহ আললাহর কাচে ....
২০১৩.০৪.১১ ১১:৪৬
এই লোকটি ধর্মের নামে উস্কানি দিয়ে দেশে একটা দাঙ্গা লাগাতে ছেয়েছিল। তাকে গ্রেফতার করে সরকার ভাল কাজ করেছে। তাকে উপযুক্ত শাস্তির বেবশ্তা করা দরকার।

Rakib Uddin
২০১৩.০৪.১১ ১১:৪৬
It is just another symble of intolerance to the opposition. Its not democracy.

Prodip
২০১৩.০৪.১১ ১১:৫১
ধর্ম অবমাননার সাংবিধানিক অাইন মাহমুদুরের প্রতি যর্থাথ ভাবেই প্রয়োগ করা যায় । কেননা ব্লগের একটা সংকীর্ন গন্ডি থেকে ,প্রিন্ট মিডিয়ার বিশাল এলাকায় ধর্মের অবমাননা সূচক প্রসংগকে নিয়ে এনেছেন এই লোক ,পুনমুদ্রনের মাধ্যমে । প্রতিটি ধর্মপ্রান মানুষের মনে তা বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টী করেছে ।
২০১৩.০৪.১১ ১১:৫১
উস্কানিদাতা আর মদদদাতা কাকে বলে এই মাহমুদুরকে গবেষনা করলেই বুঝা যাবে।

M.J.A KHAN
২০১৩.০৪.১১ ১১:৫১
মুখে গণতন্ত্রের খই ফুটালেও আওয়ামী সরকারের কোন কাজই গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের পক্ষে যাচ্ছে না।

moniruzzaman
২০১৩.০৪.১১ ১১:৫১
দেশে চলমান বিশৃঙ্খলার নায়ক। এই বেটা-ই নাটের গুরু। একে গ্রেফতার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
২০১৩.০৪.১১ ১১:৫২
গনতন্তরের জনন খারাপ ....

Sharif
২০১৩.০৪.১১ ১১:৫২
মাহমুদুর রহমানের সম্পাদক হওয়ার কোন যোগ্যতা নেই , এই অযোগ্য লোকটা দেশের অনেক ক্ষতি করেছে । সে সাংবাদিক নয় মাহমুদুর রাহমান হল সাংগাতিক ।

Comrade
২০১৩.০৪.১১ ১১:৫২
আলহামদুলিল্লাহ..তাকে গ্রেফতার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। জয় হোক অসাম্প্রদায়িকতার
২০১৩.০৪.১১ ১১:৫২
I think his recent all activities were nothing but against our country discipline & peace. And for this he should be arrested earlier.
২০১৩.০৪.১১ ১১:৫৫
জয় হোক অসাম্প্রদায়িকতার

Muhammad Rahman
২০১৩.০৪.১১ ১১:৫৫
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

Zillo
২০১৩.০৪.১১ ১১:৫৫
যে চুরি করল তার অপরাধ হয় নাই!!!!!!! যে অপরাধীর অপরাধ প্রকাশ করে দেয় সে অপরাধী!!!!!!!!

robin
২০১৩.০৪.১১ ১১:৫৬
কাজটা ভাল হয় নাই।......

Saiful Bashar
২০১৩.০৪.১১ ১১:৫৬
ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশকে ধ্বংস করার নীল নকশার এই সম্পাদককে চরম সাজা দেয়া হোক।

moniruzzaman
২০১৩.০৪.১১ ১২:০১
সাম্প্রদায়িক সংঘাত উসকে দেয়া এই লোকটিকে গ্রেফতারে সরকার এত দেরি করল কেন??? ব্লগাররা দেশের যত না ক্ষতি করেছে, এই বেটা তার চেয়ে বেশি ক্ষতি করেছে।
২০১৩.০৪.১১ ১২:০২
Maruf
২০১৩.০৪.১১ ১০:৪০
Okay,
Can I published THE SETANIC VARCES like Mahmudur????

Md Bhuiyan
২০১৩.০৪.১১ ১২:০২
বাংলাদেশে কোন সরকার কোন আমলে যা ইচ্ছা তা করে নাই? সরকার পরিবর্তন হবে কিন্তু তাদের চেহারার পরিবর্তন হবে না। নির্বাচিত প্রত্যেকটা সরকার দুর্নীতি আর অগণতান্ত্রিক মনভাব নিয়া দেশ শাসন করেছে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি ভিন্ন। প্রশ্নটা খুব সোজা। আমরা কি সাম্প্রদায়িক আর মৌলবাদী দেশ দেখতে প্রস্তুত আছি????
২০১৩.০৪.১১ ১২:০২
তাদের মাথা এবার পুরোটাই গেছে।

FOHAD
২০১৩.০৪.১১ ১২:০৪
সরকারকে অনেক অনেক সাদুবাদ জানাই , যদি ২ মাস আগে গ্রেপ্তার হত অনেক ভাল হত। দৈত্যকে বতল বন্দি করে রাখাই ভাল, একবার দয়া করে যদি দৈত্যকে ছাড়া হয় সবার বিপদ।

Arif Rahman
২০১৩.০৪.১১ ১২:০৫
Mahmud,Sezan,Imran Masud, Akashchowdhury ও Tauhid Nabin ভাইরা চলুন সবাই মিলে মিষ্টি মুখ করি ।

Saifur Rahman
২০১৩.০৪.১১ ১২:০৫
আগুনto লাগািয়া দিচে !!!!
এখন ফু দিয়া লাভ কি ত ?
২০১৩.০৪.১১ ১২:০৫
আমি আলীগকে সমর্থন করিনা, কিন্তু দেশের বর্তমান এই পরিস্থিতি তৈরী হবার পেছনে মাহমুদুর রহমান অনেকাংশে দায়ী!! তিনি বাংলাদেশের সাধারন মানুষ গুলোকে গল্পের পুরোটা না জানিয়ে খালি অংশ বিশেষ জানিয়েছেন, যা আমি সমর্থন করতে পারিনা!!! তার চরম শাস্তি কামনা করছি!!!
২০১৩.০৪.১১ ১২:০৬
সরকার কি করবে বুঝতে পারছে না। মাথা খারাপ অবস্থা তাদের। হানিফের মত লোকের কথা মত চললে মাথা নষ্ট তো হবেই!

Md Islam chy
২০১৩.০৪.১১ ১২:১৩
এটা সম্পুর্ন ফ্যিসবাদী িসদ্ভান্ত ।

Ahmedul Bari
২০১৩.০৪.১১ ১২:১৬
অনেক দেরিতে হলেও সরকার শেষ পর্যন্ত সঠিক কাজটা করল, সাংবাদিকতার নামে সে যে গর্হিত কাজ করেছে তার উপযুক্ত শাস্তি দাবি করছি, প্রকৃত সাংবাদিকরা বিশেষ করে প্রকৃত সম্পাদকরা এই ধরনের জঘন্য কাজ করতে পারে না এবং করেও না ! ধর্ম ও ধর্মীয় ব্যাপার নিয়ে অত্যন্ত নোংরা, অশ্লীল, অসভ্য কথা-বার্তা সে পত্রিকায় হুবুহু ছেপে দেশে যে ধর্মীয় উম্মাদনা সৃষ্টি করেছে, তাতে শুধু ধর্মের অবমাননা হয়নি বরং তার চরিত্রের অত্যন্ত নোংরা দিকটিও উম্মোচিত হয়েছে। আর এসবের উদ্দেশ্য ছিল দেশের একটি অপশক্তিকে দেশে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টিতে সাহায্য করা, এক্ষেত্রে অনেকখানি সফলও বটে ! আর এসব অপকর্ম ব্যক্তিগত, ধর্মীয় এবং সর্বপরি সাংবাদিকতার নৈতিকতা বহির্ভূত কাজ।

Abdullah Al Mamun
২০১৩.০৪.১১ ১২:১৭
এই কাজটা করা সরকােরর উচত হয় িন

Aminur Rahman,Khosru,Frankfurt/Germany
২০১৩.০৪.১১ ১২:১৭
Mr.Mahmudur Rahman is an expert to provoke the nation on religious matter.He took the responsibilities on behalf of BNP and Jamat to organise a national chaos by writing wrong and provocative articles in his newspaper.He organised many types of conspiracy against the people.Besid national matter he should be interrogated about his connection with foreign conspirators also.

FARUK KHAN
২০১৩.০৪.১১ ১২:১৯
যারা মাহমুদুর রহমান কে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন তারা চোখ থাকিতে অন্ধ, না হয় কট্র্রর আওয়ামী বিরধী, এরা সমালোচক নয়। ভাল মন্দ যাই হোক শুধু বিরোধিতা করাই এদের কাজ ।
২০১৩.০৪.১১ ১২:১৯
আজকের সকালটা ভালো একটা খবর দিয়ে শুরু হল। আলহামদুলিল্লাহ্‌।

Md Islam chy
২০১৩.০৪.১১ ১২:২০
Completely fascist decision
২০১৩.০৪.১১ ১২:২১
ভালইতো সরকারের জোর জুলুম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারি আর কেউ রইলোনা! এতে এই সরকারের দেউলিয়াত্বই প্রমান পেল বটে।

Md Ayub Ali Mahfuj (MaaM)
২০১৩.০৪.১১ ১২:৪৭
গ্রেপ্তারে মনে হয় রাজনীর মাঠ আরো খারাপ হবে। আর সরকার মনে হয় ভূল করেছে।
২০১৩.০৪.১১ ১২:৪৮
সব অপকর্মের মূল হোতা এই ব্যাটা। এর সঠিক বিচার করা হোক। একে আরও আগেই গ্রেফতার করা উচিৎ ছিলো। পত্রিকার সম্পাদক বলে সব কিছুতে পার পেয়ে যাবে এটা হতে পারেনা।

abdul moyeen
২০১৩.০৪.১১ ১২:৪৮
গনতন্ত্র বা বাক স্বাধীনতার নাম করে উসৃঙ্খলতা কোনো রাষ্ট্রেই গ্রহণ করা হয়না। বাক স্বাধীনতার নামে উস্কানিমূলক সংবাদ প্রচার করে দেশের সাম্প্রদায়কতা বিনষ্ট করার জন্য তার বিচার হওয়া উচিত।

Md. Ali Hossain
২০১৩.০৪.১১ ১২:৫০
অনেক দেরি হয়ে গেল।শুরুতেই গ্রেফতার করলে সাইদীকেও চাঁদে দেখা যেত না, আর হেফাজত এর ১৩ দফাও আসত না। সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণেই আজকের এ অবস্থা।

B.M.S Hossain
২০১৩.০৪.১১ ১২:৫০
ই ধর্মের অবমাননাকারী, সাম্প্রদায়িক উস্কানিদাতা, উত্তরা ষড়যন্ত্রকারী ,সাম্প্রতিককালের সহিংস ঘটনার অন্যতম মদদদাতা,ধর্মীয় উম্মাদনাকারী ও উস্কানিদাতা,ভন্ড। এই বেটা-ই নাটের গুরু। একে গ্রেফতার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
২০১৩.০৪.১১ ১২:৫১
সত্যি ভাই ভালই বলছেন, সত্যকথা বললে বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, ধর্মের অবমাননাকারী, নব্য রাজাকার কতো কিছুই না হয়ে যায়। শেয়ারবাজার কেলেঙ্কারী, হলমার্ক কেলেঙ্কারী, ডেসটিনি, বিসমিল্লাহ গ্রুপ, পদ্মা সেতু কেলেঙ্কারী, গুম, হত্যা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এগুলো কি মিথ্যা ??? আমি চুরি/অন্যায় করবো, আর কেউ তা বলতে বা প্রকাশ করতে পারবে না এটা কেমন গনতন্ত্র ???

D M Arafat Munna
২০১৩.০৪.১১ ১২:৫১
এডিটর মাহমুদুর রহমানকে গ্রেফতার করায় সরকারকে অভিনন্দন...
ওনাকে গ্রেফতার করায় সাংবাদিক সমাজ থেকে একজন হলুদ সাংবাদিক দুর হলো...........
২০১৩.০৪.১১ ১২:৫৪
হা হা হা......
অতি উৎসাহীদের প্ররোচণায় সরকার আরেকটি কাঁচা কাজ করলো!
দিনে দিনে বাড়িতেছে দেনা...............

Hassan Tahmidul Shiblee
২০১৩.০৪.১১ ১৩:০৮
this is too much.
২০১৩.০৪.১১ ১৩:১৩
বাংলাদেশের মানষের ০২টি মৌলিক পরিচয়। এই দেশের মানুষ যেমন তার ধর্মীয় পরিচয় নিয়ে থাকতে ভালবাসে ঠিক তেমনি ৭১ এর চেতনাকে লালন করে, বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী।মাহমুদুর রহমান মানুষের এই দুইটি চেতনার মাঝে দ্বন্দ্ব তৈরি করে সারা দেশে একটা বিভেদ সৃস্টি করেছে।

Md. Saifuddin
২০১৩.০৪.১১ ১৩:২৫
কাজটা িঠক হয়নি। একদিন সত্যের জয় হবেই।

md shujon ali
২০১৩.০৪.১১ ১৩:২৯
এই একটি মানুষের কারণে অনেক জান-মালের ক্ষতি হয়েছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না । এ দেরকেউ ক্ষমা করবেনা।
২০১৩.০৪.১১ ১৩:৩৬
Was he ever an editor?

Arif
২০১৩.০৪.১১ ১৩:৪২
"এই প্রথম ধর্মীয় উম্মাদনাকারী একজনকে সরকার গ্রেফতার করল। এই মাহমুদুর রহমান দেশকে একটা দাঙ্গার দিকে ঠেলে দিয়েছিলেন। তাকে আরও আগে গ্রেফতার করা দরকার ছিল।" -- right
২০১৩.০৪.১১ ১৩:৫০
at last we have got the good decision.govt would arrest him long before

nazmun akhtar sultana
২০১৩.০৪.১১ ১৩:৫১
সরকার আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

Rubel
২০১৩.০৪.১১ ১৩:৫৩
আরো অনেক আগে গ্রেফতার করা উচিত ছিল।এই লোকটা সারা দেশে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির জন্য দায়ী।আমার দেশ অনেক সংবাদ প্রকাশ করে যার সাথে অন্য পত্রিকার সংবাদ এর মিল পাওয়া যায়না, সম্পূর্ণ বিপরীতধর্মী। কঠোর শাস্তি দেওয়া হোক।

রাকিব
২০১৩.০৪.১১ ১৩:৫৯
বাকস্বাধীনতার সুযোগ নিয়ে উনি যে জঘন্য মিথ্যাচার করেছেন সেজন্য ওনাকে অনেক আগেই গ্রেপ্তার করা উচিত ছিল।

M. A. F. Al-Mansur
২০১৩.০৪.১১ ১৪:০৮
সত্য কথা প্রকাশ করলেই মামলা,হামলা,গ্রেপ্তার...গুম।... আমরা তো মানুষ না.। আমরা সবাই ঘাস খাই.। কিছুই বুঝি না...

Md.Jewel
২০১৩.০৪.১১ ১৪:১৫
ভালো করেছে জাতীয় নির্বাচন পর্যন্ত তাকে না ছাড়া হয়।

Md.Abdul Baten
২০১৩.০৪.১১ ১৪:১৭
It is very bad.

ইশতিয়াক
২০১৩.০৪.১১ ১৪:৩১
অবশেষে!!! আরো আগেই করা উচিত ছিলো।

Kabir khan
২০১৩.০৪.১১ ১৪:৩২
এ লোক টার কারনে দেশ আজ আসতিক নাসতিক এ বিভক্ত।

Sirajul Islam Hanif
২০১৩.০৪.১১ ১৪:৩৭
কাজটা ভাল হয় নাই। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি

মামুন খান
২০১৩.০৪.১১ ১৪:৪২
দেশের ভিন্নমতের (উস্কানিদাতা!) সব পত্রিকা, নিউজ-মিডিয়া বন্ধ ও তাদের মালিক-সম্পাদকদের গ্রেপ্তার করে শুধুমাত্র সরকার দলীয় ডিজিটাল মিডিয়াগুলো বাধ্যতামুলকভাবে চালু রাখা হোক!
২০১৩.০৪.১১ ১৪:৪৪
কাজ ভাল হয় নি
২০১৩.০৪.১১ ১৪:৫৯
সঠিক সিদ্ধান্ত। সাম্প্রদায়িক এই মানুষটাকে একমাস আগে গ্রেফতার করলে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি বাংলাদেশে তৈরি হত না। বাকস্বাধীনতার সুযোগ নিয়ে উনি যে জঘন্য মিথ্যাচার করেছেন সেজন্য ওনাকে অনেক আগেই গ্রেপ্তার করা উচিত ছিল।

Imamul Haque
২০১৩.০৪.১১ ১৫:০১
আমাদের (মন্তব্যকারী)মনে রাখা উচিত , সরকারের বিরোধীতা আর রাষ্টের বিশৃংখা শৃষ্টি করা এক নয়।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

৫০১–এর মুক্তিতে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে…

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:০০



১. মামুনুল হক কোন সময় ৫০১-এ ধরা পড়েছিলেন? যে সময় অনেক মাদ্রাসা ছাত্র রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়েছিল। দেশ তখন উত্তাল। ঐ সময় তার মত পরিচিত একজন লোকের কীভাবে মাথায় আসলো... ...বাকিটুকু পড়ুন

মেহেদীর পরিবার সংক্রান্ত আপডেট

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৩ রা মে, ২০২৪ রাত ৮:৪৯


মার্চ মাস থেকেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। ক'দিন আগেও খুলনায় যাওয়ার ইচ্ছের কথা জানিয়েও আমার বিগত লিখায় কিছু তথ্য চেয়েছিলাম। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও মেহেদীর পরিবারকে দেখতে আমার খুলনা যাওয়া হয়ে... ...বাকিটুকু পড়ুন

'চুরি তো চুরি, আবার সিনাজুরি'

লিখেছেন এমজেডএফ, ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায়... ...বাকিটুকু পড়ুন

বরাবর ব্লগ কর্তৃপক্ষ

লিখেছেন নীলসাধু, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২২

আমি ব্লগে নিয়মিত নই।
মাঝে মাঝে আসি। নিজের লেখা পোষ্ট করি আবার চলে যাই।
মাঝেমাঝে সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করি
তাদের লেখা পড়ি।
এই ব্লগের কয়েকজন ব্লগার নিজ নিক ও ফেইক... ...বাকিটুকু পড়ুন

×