কসম কেটে বলছি-
একবার ডাক দিয়ে দেখো
আমি কতটা দূরন্ত হতে পারি;
পৃথিবীর সেরা রেসের ঘোড়াকে হার মানিয়ে
কতটা বেগে ছুটতে পারি।
পেশীতে যদি টান পড়ে পায়ের শক্তরগ যদি ছিড়ে যায়
ডিসি- ১০ এর পাখা যদি অচল হোয়ে পরে
তবু থেমে থাকবো না-
ইউরোপ ও এশিয়ার সব ক'টি পাহাড় ডিঙ্গিয়ে
প্রয়োজনে সাঁতার দেবো
আড্রিয়াটিক, ভুমধ্য ও ভারত মহাসাগর।
তবে- সে ডাক যদি হয় কোন ঐতিহাসিক প্রয়োজনে
সে ডাক যদি হয় মেহনতি মানুষের দাবী আদায়ের
সে ডাক যদি হয় অন্যায় অত্যাচার
পাপ ও পাপিষ্ঠের বিরুদ্ধে।
সে ডাক যদি হয়-
শোষন ও শোষকের বিরুদ্ধে
দেশ ও জাতির প্রয়োজনে।
তোমার যদি নাও বা থাকে
বঙ্গবন্ধু কিম্বা চে'গুয়েভারের মত কন্ঠ
ক্ষতি নেই কিছু যায় আসেনা তাতে-
একবার শুধু কানে কানে খবর পাঠাও
বিপ্লবের সিলমোহর আঁকা রক্তাক্ত খামে।
====
লিটলম্যাগ শব্দতরী 'তে আপনার লিখার লিন্ক দিন।
http://www.prothom-aloblog.com/posts/5/112565 এই ঠিকানায় অথবা [email protected] এখানে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




