ভালবাসা প্রত্যক্ষ করেছি আমি তোমার সান্নিধে এসে
দুরন্ত ব্যঘ্রের মত ঝাপিয়ে পরেছি তোমার হ্রদয় খনিতে
চারটি বছর হাবুডুবু খেয়েছি, তুমি বোঝ নাই মোর আবেদন
হঠাৎ একদিন সাজালে অন্যের সংসার
আমাকে একটু জানালেও না ।
তোমার দৃষ্টি ফেরে গ্যালাক্সি হতে গ্যালাক্সি
হঠাৎ ধুমকেতু দেখে নেমে এলে অন্তরধানে, আমার ভাংগা কুঠিরে
আমি তখন নব জাগরনের পথে হাল ধরিয়াছি সক্ত হাতে
দুরন্ত আকাশ ভেঙ্গে ছুটেছি ঐ চাদেঁর গলে পরাতে মালা
সময় নাই পিছন ফিরে দেখিবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



