আমাদের ডিজিটাল সরকার যেখানে সাধারন মানুষের নিরাপত্তা দিতে পারে না সেখানে এবার ব্লগারদের নিরাপত্তার দেওয়ার ঘোষনা দিল।
ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গোয়েন্দা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ করে ১৯ জন ব্লগারের নাম উল্লেখ করে তাদের সার্বিক নিরাপত্তার ব্যাপারে সংশ্লিষ্ট দফতরগুলোতে নির্দেশ পত্রও পাঠানো হয়েছে। এ নিয়ে পুলিশ প্রশাসন থেকে ব্লগারদের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। এ ব্যাপারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক শীর্ষ কর্মকর্তা জানান, ১৯ জন ব্লগারের সার্বিক নিরাপত্তার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাতে পল্লবীতে ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন খুন হওয়ার পর শাহবাগের আন্দোলনকারী ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের তালিকা নিয়ে গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করেন। তারা ১৯ জন ব্লগারের নামের একটি তালিকা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব ব্লগারদের নিরাপত্তা দেয়ার নির্দেশ দেয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো ১৯ ব্লগাররা হলেন ডা. ইমরান সরকার, অমিয় রহমান পিয়াল, গোলাম রসুল মারুফ, আরিফ জেবতিক, লাকি আক্তার, কামাল পাশা চৌধুরী, মাহবুব রশিদ, মুক্তা বাড়ৈ, শাকিল আহমেদ অরন্য, মাহমুদুল হক মুন্সী, আলামিন বাবু, কানিস আলমাস সুলতানা কিনু, জাকির আহমেদ রনি, মোরসালিন মিজান, ডা. রাশেদুল হাসান, পলাশ আহমেদ, প্রীতম আহমেদ, আসিফ মহিউদ্দিন ও রাকিবুল বাশার রাকিব।
গত ১৪ জানুয়ারি উত্তরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন ব্লগার আসিফ মহিউদ্দিন। এ ঘটনার পর বিষয়টি পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা থেকে তেমন কোন গুরুত্ব দেয়া হয়নি। শুক্রবার রাতে ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন খুন হওয়ার পর ব্লগারদের নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসন চিন্তা শুরু করে। গত শনিবার ১৯ ব্লগারের নিরাপত্তা প্রদানের সুপারিশ করে একটি রিপোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। পুলিশের বিশেষ শাখার সূত্র জানায়, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ব্লগারদের সার্বিক নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



