
মৌলভীবাজারের শ্রীমংগলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের উদ্বোধনের আগ দিয়ে পত্রপত্রিকায় কিছু লিখালিখি পড়ে এর ব্যাপারে কৌতূহল হল । এরপর গড়িয়ে গেল বেশ কয়েক দিন । আগ্রহ চাপা পড়ে গেল । হঠাত কিছু কলিগের আগ্রহ জন্মানোতে তাদের সাথে সহমত জানালাম । গ্র্যান্ড সুলতানে একদিন থাকার সিদ্ধান্ত হল । মাঝে মাঝে রিসোর্টটি কিছু ডিস্কাউন্ট দেয়, সেটাই আমাদের এ সিদ্ধান্ত নেয়ার পেছনে প্রভাবক ছিল । ওই সময়, হবিগঞ্জের বাহুবলের প্যালেস লাক্সারি রিসোর্টটি যদি অস্তিত্বে অনূদিত থাকত, তাহলে ওটাই হত আমাদের প্রথম পছন্দ । সে যাইহোক, গ্র্যান্ড সুলতানের কিছু ছবিঃ




সবুজের প্রাচুর্য চারদিকে





বাচ্চাদের জন্য হাল্কিস ব্যবস্থা


লাউয়াছড়া জাতীয় উদ্যান, গ্র্যান্ড সুলতান থেকে প্রায় ছয় কিমি দূরে । সেখানে প্রবেশের পর কিছু ছবি



মাকড়শার কারুকাজ ও আরো কিছু ছবি





এরপর গন্তব্য কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেক, যা শ্রীমংগল থেকে ২০/২২ কিমি দূরে। পথে যেতে চোখে পড়ল সুন্দরী বকেদের পাল

মাধবপুর লেক




বীরশেষ্ঠ হামিদুর রহমান সীমান্ত ফাঁড়ি/স্মৃতিসৌধ মাধবপুর লেকে যাবার রাস্তা থেকে সামান্য কিছু দূরে , মাধবপুর লেক গেলে ওই জায়গাটাও ঘুরে আসতে পারেন ।



লালচে পথে হেঁটে মন হয়েছে রঙিন

সূর্যাস্তের একটি স্ন্যাপশট

সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২৪ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




