এমন মধুর হাসি তোমায় কে দিয়েছে মেয়ে?
কেমন করে হাস অমন আমার দিকে চেয়ে?
তোমার হাসির ঢেউ-তরঙ্গ ভাঙ্গে আমার বুক,
রক্তে আমার কাঁপন লাগায়, মনে জাগায় সুখ।
তোমার হাসির শব্দ যখন ভেসে আসে ধেয়ে,
অগণিত ঝর্ণা যেন নামে পাহাড় বেয়ে।
চোখ দু’টিতে বনের ছায়া ইংগিতে যায় ডেকে,
উথাল-পাথাল করে আমার মন যে থেকে থেকে।
ঠোট দুটো কি সৃষ্টি শুধু মিষ্টি করে হাসতে,
নীরব ভাষায় বলে ওরা আমায় কাছে আসতে।
নিকষ-কালো চুল যে তোমার,অন্ধকারে মেশা,
আবেশেতে জড়ায় আমায় ধরায় যেন নেশা।
দুষ্টুমিতে ভরা তোমার মিষ্টি কথার তীর,
ছোঁড় যখন আমার পানে, হৃদয় হয় বিদির।
রাজহংসীর মত যখন হাট চরণ ফেলে,
ইচ্ছে করে তোমার পথে বুকটা ধরি মেলে।
আমার ভুবন হয় উচাটন তোমায় ভালবাসতে,
সারা জীবন তোমায় নিয়ে প্রেম দরিয়ায় ভাসতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




