বচন নকরেক
ঝড় সওয়া বৃক্ষ আমি
ঝড়ে ভয় করিনা মোটেই
হে বন্ধু ঝড়ো বাতাস
আমাকে উড়িয়ে নিয়ে যা আকাশ সমান;
সারা আকাশ উড়বো আমি তুলোর মত
পরকীয়া মেঘ ছুঁব আমি পাহাড় প্রমান
প্রেম বুকে নিয়ে। তারপর চিকমাং আচিকে যাবো
শিকড় গাড়বো উচুঁ চূড়ায়। অনন্ত জীবন পাই
যদি বনৌষধি গন্ধ শুঁকে। কিছু যৌবন খসিয়ে এখানে
আবার কোন বন্ধু ঝড়োপ্লাবনে ভেসে,
ভেসে যাবো নিরুদ্দেশ্যে।
সব স্বপ্ন ভন্ডুল করে, অতৃপ্ত প্রেম বুকে নিয়ে
উড়ে যাবো চিকমাং আচিক
উড়ে যাবো উড়ে যাবো
উড়ে যাবো চিকমাং আচিক
সব বন্ধন ছিন্ন করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




