আকাশে মেঘের ঢেউ ভেসে যাচ্ছে গুরগুর
ডমরু বাজিয়ে। অজানা দুঃখে আমার
বুকের ভিতরে পাজর কাঁপানো ঢেউ
আহা! আমায় বুঝল না কেউ।
আমিওতো জারুল ফুল ভালবাসি, হিজল, মান্দার
ফুল ভালবাসি। বট, অর্জুন, আজকি, আমলকি,জিগাবৃক্ষ তাও
ভালবাসাহীন আমি ভিটে ছাড়া হয়ে যাচ্ছি
আহা! আমায় বুঝল না কেউ।
উচ্ছেদের নোটিশে একদিন ভিটে ছাড়া আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




