আমরা আমাদের সঁপে দিয়েছি
যিশু, তুমি যা করো বলে
হাজার বছর ধরে কাঁধে বয়ে আনা
মূল্যবোধ ধ্যান-ধারণা সবই
আমাদের ইতিহাস, প্রকৃতির প্রতিকূলতার সাথে
যুদ্ধ করে বেঁচে থাকার ইতিহাস
প্রকৃতি থেকে শেখা সংস্কৃতি-ভাষা
পরিচ্ছদ, অরণ্যে হাসি-খুশি জীবন সবই
যিশু, তুমি যা করো ব'লে
শেকড় চ্যুত হয়ে গেছি, এখোন
আমাদের উইধরা অস্তিত্বে থিকথিকে অমানিশা
ধূ ধূ খাঁ খাঁ দিগন্ত
মহান তাতারার বিমর্ষতায় মুখ ঢাকা।
পাদটীকাঃ তাতারা সাংসারেক মান্দিদের সৃষ্টিকর্তার নাম।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




