শস্যপুষ্পিত অতীত ছিল পার্বত্য লামায়
এখানে হাসিমাখা দুধভাত দিন দূরে চলে গ্যাছে
বেহাত হয়ে যাচ্ছে সুফলা সরষে ক্ষেত, মাছের পুকুর
সমন্বিত কৃষির উঁচু জুম ক্ষেত
হুমকির মুখে নৃ-তাত্ত্বিক সংস্কৃতি, বহিরাগতের চাপে
বিপন্ন অস্তিত্ব।
মারমা যুবতীর চন্দনমাখা শ্রীমুখ ভেঙে যায়
নিকষ বিষাদে। কার নীল নকশায় দুধভাত
দিন দূরে চলে যায়?
শান্তিপ্রিয় আদিবাসী সমাজে বাজে অশান্তির ডমরু
সাক্ষী থেকো মাতামুহুরী, সাক্ষী থেকো সুখদু:খের পাহাড়
দুঃখের ফানুস উড়িয়ে অজানা কোথাও চলে যায়
ভিটে হারা মানুষ।
কার সূবর্ণ অতীত কেড়ে হাসে
অরা কারা-অচেনা মানুষ
কার নীল নকশায় বাড়ে বহিরাগতের আনাগোনা
পূর্ণিমার আনন্দ সন্ধ্যায় ক্যান উড়ে
দুঃখের ফানুস?
শুধু পাহাড়ী আর পাহাড়ী ছিল
পাবর্ত্য লামায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




