আজ ইচ্ছে হল জানালায় দাঁড়িয়ে বৃষ্টি পতন দেখি।
কৈগো বৃষ্টিরা, সব কোথায় গেলি?
আজ ইচ্ছে হল দ্যাখতে জলে বৃক্ষদের গোসল
পুরনো ধুলোবালি ধোয়া জল বৃক্ষদের শরীর বেয়ে গড়িয়ে পড়ার দৃশ্য।
বৃষ্টি বন্ধুরা সব কোথায় গেল?
বড় বড় সেগুন পাতা খসে পড়ল এক ঝাঁক
-পাতা ঝরার দিন এসেছে ভাই
এমনই দিনে আমার ক্যান বৃষ্টি চাই
ক্যান ভিজতে চাই একা?
গালের দু'পাশ বেয়ে অবিরল তপ্তজল গড়িয়ে পড়ল
বিশাল আকাশে আমি বৃষ্টি খুঁজছি
অথচ নিজেরই আকাশে আজ মেলা মেঘ
মেলা বৃষ্টি। আজ পাতা ঝরার দিন, জল ঝরার দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




