আজ শুভ প্রবারণা,
লামার আকাশে ফানুস উড়ছে
খণ্ড খণ্ড মেঘের আকাশে পূর্ণিমার জ্যোস্না।
চাঁদমুখী ফানুসগুলো বার্তাবাহক হয়ে
কালো মেঘখণ্ড ভেদ করে ঊর্ধ্বমুখী
পাহাড়ী জীবনের সুখ-দুঃখের খবর নিয়ে
বোহেমিয়ান পা জোড়া নাচে আদিম নৃত্যে।
পাহাড়ের ঘন অরণ্যে দারুণ হৈচৈ করা পাখিরা
ঘুমিয়ে পড়েছে আগামীর জন্য
স্বপ্ন নীড় বুনতে বুনতে।
কণ্ঠে স্বর্ণালঙ্কার পড়া মগ কন্যারা বগলে
মায়ানমার পারফিউমের সুগন্ধ ছড়াতে ছড়াতে
পাশ ঘেষে হেঁটে গেল,
আমার শিরায়ও বয় আদিবাসী রক্ত
মন্ত্রমুগ্ধের মতো সিগারেট ফুঁকতে ফুঁকতে
অনেক দূর হেঁটে গেলাম
অদের পিছু পিছু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




