আমি এক সস্তা প্রেমিক হবো।
রং চটা শার্ট পড়ে_
ছেঁড়া জিন্সের পকেটে গোলাপ গুঁজে
বলবো তোমায়; "ভালবাসি!"
তোমার অবহেলায় মৃত্যু হবে একটি গোলাপের।
আসলে সস্তা প্রেম গোলাপের হিসেব গুণে হয় না
তবু আমি সস্তা প্রেমিক হবো
গোলাপের শোকে শোকাহিত হবো।
তবে কেন বুজলে না তোমায় এতটা ভালবাসি?
তোমার অপেক্ষায় রাতের ঘুম করেছি যে বাসি।
আমি তো নীরব প্রেমের সাথী
তাই প্রত্যেক সকালে তোমার অপেক্ষার প্রহর গুণি,
যখন জেগে ওঠে তোমার প্রতিচ্ছবি
মনে হয় তুমি সেই স্বর্গে থাকা অপ্সরী।
তোমার চলার পথে তো আমি নীরব সাথী,
কবে বুঝবে বলো; তোমায় বড় ভালবাসি!
তোমার অপেক্ষায়,
কখনো আমার কবি হওয়া হল না
সস্তা প্রেমিক হওয়া হল না।
আমি তো সস্তা প্রেমের নীরব পথিক,
তাই আড়ালে - আড়ালে থাকি।
তবু প্রেম নিয়ে থাকবো দাঁড়িয়ে
পথের আড়ালে সস্তা প্রেমিক হয়ে..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



