প্রতিনিয়ত ছুঁটছে জীবিকার তাগিদে
নগর-শহর-বন্দর পেরিয়ে হাঁটছি একা
একটা কাজের সন্ধানে সকাল-সন্ধ্যা অবিরত যুদ্ধ
বাবার চোখ আর মায়ের রান্না এখন অপরাধবোধ
প্রতিষ্ঠিত বেকার এখন আমি ভবঘুরে।
প্রেমিকার ভালবাসায় জ্বলছি দিবা-রাত্রি
বিয়ে এখন আমার জন্য দুঃস্বপ্ন একটি চাকরীর অপেক্ষায়
ছোট ভাই-বোনের পড়ার খরচ আমার ভারে
ছুঁটছি তাই ঝুলন্ত বাসে, মানুষ পোড়ার গন্ধ শুঁকে
আমার জ্বলসানো মাংসে প্রতিফলিত তাদের আলোকিত ভবিষ্যৎ
সবার থেকে আজ আলাদা আমি, বিভৎস আমি
ঝলসানো শরীর, মৃত্যু পথযাত্রী..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



