সময়ের ভিড়ে হারিয়ে যাওয়া স্মৃতির পাতাতে
অবসরে তুমি-আমি আজ মুখোমুখি।
সকালের আদ্র শিশিরে ভেজা চোখ দুটো ফিরে পিছুটানে,
কিছু পাখি উড়ে বেড়ায় নীল পাহাড়ে।
খেলনাবাটি - নাটাইঘুড়ি সব দিয়েছি ফেলে
ইচ্ছে করে আবার ফিরি ঐ স্কুল পালানো দিনগুলোতে।
ছেঁড়া সমাজে খুঁজছি বাঁচার মানে,
সময়ের কাছে আছে কিছু হিসেব-নিকেশ বাকি।
ফেলে আসা দিন, ফেলে আসা কবিতা
এসব এখন রুপকথার কাব্যকথা।
যদি থাকত ডানা, ঝুম বৃষ্টিতে ভিজতাম একা
একলা রেলিং, একটা কাক এসবই যেন অতীতের মেলা!
হয়ত শেষ হয়ে যাবে এই পথচলা থাকবে স্মৃতি হয়ে কিছু পুরনো কথা..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



