বহুদিন ধরে হাতের স্পর্শ পাওনি তুমি
তোমার শুভ্র দেহে আজ ধুলোর ছাঁপ।
ভেবেছিলাম তোমায় ছেঁড়ে বাঁচবো আমি
ভেবেছিলাম তোমার সাথে করবো আড়ি,
তোমার বুকে লিখবো না আর আমি..
পারলাম না তোমায় ছেড়ে দিনগুলো অতিবাহিত করতে!
ফিরে এলাম কিছু অভিমান নিয়ে তোমায় জ্বালাতে।
ভেবো না আমি বদলে গেছি_
সত্যিই আমি বদলায় নি, শুধু বদলে গেছে এই পৃথিবী
বদলে গেছে সবকিছু সময়ের প্রয়োজনে..
এখনো আমি তোমার কথা ভাবি,
মাঝ-রাতে তোমার সুভাষ নেই,
আলতো করতে হাত বুলাই।
তুমি হয়েছ মলিন, তোমার গায়ে ধূলোর মলাট!
কত দিন তোমার সাথে আমার সুখ-দুঃখের কথা বলি না
আজ বলবো, আজ লিখবো তোমার বুকে আমার অব্যক্ত স্মৃতিকথা..
ক্ষমা করো আমায়, আমি কারো 'পেইড-রাইটার' না_
হয়তো তাই তোমায় প্রতিদিন সময় দিতে পারি না!
কিন্তু আজো তুমি আছো আমার শিরায় শিরায়
কবি ও কবিতার প্রতিটি অনুভূতি, স্মৃতির সাক্ষী হয়ে..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



