আমরা চলিব পশ্চাতে ফেলি পঁচা অতীত
গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত,
সৃজিব জগৎ বিচিত্রতর, বীর্যবান,
তাজা জীবন্ত সে নব সৃষ্টি শ্রম মহান,
চলমান বেগে প্রাণ উচ্ছ্বল ।
রে নবযুগের স্রষ্টা দল,
জোর কদম চলরে চল ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



