যে সকল প্রেমিক জুটি রিকশায় ঘুরতে পছন্দ করেন তাদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা আছে।
** অতিরিক্ত চার্য প্রযোজ্য
** শর্ত প্রযোজ্য
গ্যান্জামী যাত্রীরা, এই রিকশা চালক মার্শাল আর্ট হলুদ বেল্ট প্রাপ্ত।
** দেশের সবচেয়ে বড় রিকশা সরবরাহকারী প্রতিষ্টান
**শর্তসাপেক্ষে বান্ধবী আনা যাবে
তিনচাকা NEXT Generation হবে এরকম...
--------------------------------------------------------------------------------
আজিমপুর বাসস্ট্যান্ডে দাড়িয়ে এক যাত্রী রিকসা করছেন ...
(জিন্স প্যান্ট, হাতে ডিজুস ব্যান্ড, মাথায় ছেড়া ক্যাপ ... ... আরও হাজারখানেক ফিতাটিতা সমৃদ্ধ এক মধ্যবয়সী যুবক রিকসা নিয়ে দাড়িয়ে ... ...)
:ঐ রিকসা যাবা?
- হ্যা কোথায় যাবেন?
: নিউমার্কেট, কত?
-৫০ টাকা ...
: (!!! !!! !!!) ঐ মিয়া, কত কইলা? ফাইজলামি করো?
-ফাইজলামি মানে? SSC, HSC- দুইটায়ই golden A+ পাইছি। কোথায় Chance পাই নাই, তাই রিকসা লইছি। অশিক্ষিত রিকসাওয়ালাদের ৫ টাকা দিতে পারলে আমার রিকসার ভাড়া ৫০ টাকা হতে সমস্যা কি? শিক্ষার কি মূল্য নাই? শিক্ষাকে মূল্য দিতে শিখেন ... ... বুঝলেন?
:হ্যা বাবা, ১৯৮৫ সালে second division এ ইন্টারমিডিয়েট পাস করছি ... শিক্ষার মূল্য আজও দিতে শিখি নাই ... থাক বাবা, আমি বরং হেটেই নিউমার্কেট চলে যাচ্ছি ... ... জ
রাজধানী বা যে কোন জেলা শহরে দেখা যায় অগণিত রিকশা। রিকশার পিছনে থাকে হরেক রকম বৈচিত্রময় চিত্র। রিকশার পিছনের চিত্র নিয়ে ইতিমধ্যে হয়েছে বেশ কিছু প্রদর্শনী। কিন্তু রিকশার পিছনে যদি এমন চিত্র থাকত তবে কেমন হতো?
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




