( উৎসর্গ, ওস্তাদ, আমার ওস্তাদ)
তিনি আমাকে বললেন, নাচো।
এরকম নীরস উচ্চারনে নয়, অনেক কায়দা করে। বাবু নাচোতো দেখি, বাবু নাচোতো দেখি।পরিস্থিতির আকস্মিকতায় বিমুঢ় আমি উত্তরিলাম, আমিতো নৃত্যকলা জানিনা। দুই কান্ধে থাকা দুই ইবলিশের বাচ্চা খোনকার এবং সাকির একথা শুনে হেসে একেবারে কুটিকুটি। ঝিম মেরে থাকা ইবলিশেরা হঠাৎ নড়েচড়ে, হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে গড়ায়া পড়ে।আমারে দেখিয়ে দেখিয়ে বলে, নাচতে নাচতে হারামজাদার দম থাকেনা আর বলে কিনা আমি নৃত্যকলা জানিনা। শয়তানদ্্বয়ের শয়তানী আমার গায়ে ধরায় জ্বলুনি। কি করা, কথাতো আর শয়তানেরা মিথ্যা বলেনি। কোথা থেকে একটা ঢেউ উঠে এসে তার কানের ঝুমকো দুটিকে মৃদু মৃদু নাড়ায় আর আমার হৃদকম্পন বাড়ায়। খোনকার-সাকিরের হাসির শব্দও বাড়ে তার সাথে পাল্লা দিয়ে।এদিকে মাঝি মাল্লারা তাড়া দিতে থাকে নাও ছাড়ার। কোথায় যে থাকে পোড়ার ঢেউগুলি, কোথা থেকেই বা আসে কে জানে। আসবি যদি আস, আমার কাছে কি চাস? কুলে বাড়ি খাইয়া আবার চলে যা। আমারে এর মধ্যে কেন টানা? কান্ধের ওপর খোনকার-সাকির আমার ঘাড় ম্যাসাজ করে শুরু করে আর বলে, আহারে বাবুসোনা তোমারে খুব বকছি তাইনা? এগুলান কথা কিছু মনে রাখিও না। আমার ঘুম ঘুম লাগে , আমার আরামে চোখ বুজে আসে। আমি সপিত হই আমাতে ওরফে শয়তানেতে। কিইবা আর করতে পারতাম?
নিছি পুজারীর জনম কিন্তু ডাট মারবো দেবীর সাথে তাই কি হয়?
তা হয়না, তা কোনমতেই হয়না।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৬ রাত ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




