শুধু স্বর্নমুদ্রা পাবো বলে সখী আমি পূর্নিমায়
নেমে আসি নাই।তুলে আনি নাই গর্ভিনী সর্পের
ম¯তকের মণি। রঙ্ হীন এই কুয়াশায় নৈঃসঙ্গের খাড়িতে
কোন কিছু নাই আমার প্রাপ্তির। তবু ছুটে আসি
স্বপ্নের অধীর গোলকে
খুজে যাই নি¯েতজ কামনার ক্ষারে
নুপুরের ধ্বনি জুড়ে বি¯তারিত নারীর লাবণ্য।
কষ্টের বদলে কেন নেবো এই খরাদাহ অশ্রুময় লোভ
পিপাসায় চৈাচির আরাধ্য অরন্যের শেষে
দুঃস্বপ্নের খাদ,
তার দেয়ালে দেয়ালে হয়রান ঘুরে প্রতিধ্বনি প্রেম।
নিকোটিনে ছেকে নেয়া জীবনের বিনিদ্র লিকার,আর ,আর -
ইŽেছর গোপন আয়োজনে গেথে তোলা ,ভঙ্গুর ঘরের দরোজায়
ইত¯তত খুজে মরা নিয়তির নুজ্ব্য ঘোড়া
লাগামের চামড়ায় লেগে থাকা সম্ভোগের স¯তা লালা
কোকেনে ঝিম মেরে থাকা মায়ার উদ্ভব,
বিভ্রমের সেই এলোকেশী
(সে বিদিশা আমার,পরকীয়া ডানাকাটা পরী - ও লাবণ্যময়ী,
কমদামী বনলতা সেন)
কষ্টের বদলে কেন নেবো হাজার মুদ্রিত স্বর্ন,
কেন নেবো এই ভুলভুলাইয়া লবনাক্ত কামের বেসাতি
কষ্ট যে আমার চিরচেনা পাশের বাড়ীর মেয়ে।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





