একটা পুতুল খেলাঘরে, কনে সেজে বসেছিলো।
সামনে তোমার
বিশাল আকাশ,ফোটা ফোটা বৃষ্টির মতো
অজস্র তারার চোখ।
এবং সে রাত ছিলো, কঠোর চৈত্রের।
তারপর শিশিরে ভিজেছে
ঝরেছে মেঘ, বয়ে গেছে স্রোত
তখন সে খেলাঘর , বুভূক্ষু নদীর মতো
উন্মাদ খরস্রোতে চুর হয়ে যায়।
ঘরে ঘরে সাজানো পুতুলসব
খাবি খায় আর ভেসে যায় অন্য কোনখানে।
তবু একটা পাথুরে ঘরে একটা পুতুল কনে
সেজে বসে থাকে।
পাথর কি কষ্ট চেনে? নদী কি ভাঙে না ঘর?
কে জমা রাখে হিসেবের শুধু আপন বা পর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





