আকাংখার খোজে তুমিও লোভের কাছে নত হলে
ইশারার ঠারে ঠারে ভেঙে বারবার, আমার আধার
তুমিও যে হেরে গেছো, জানা কবলিত
হয়েছো তুমি
লোভের কাছেই।
জোছনায় নিভে যায় যদি, যাক সব আলো, আর
অদ্ভুত স্বপ্নময় এই নৈঃশব্দের ঘরে,স্মৃতির দরোজাগুেেলা
ভাঙ্গুক যতোই।
আর সব চেনা নারীদের থেকে, তোমাকে পৃথক রেখে
যদি হেরে থাকি,
তবু হারিয়েছি সূক্ষ্ম গরাদে রাখা
অচেনা’র ভয়,
সাধের দুবলা স্রোতে ভেসে গেছে প্রণয়ের েেসই ঠাই
আর তুমি
রোদ চশমায় মুখ ঢেকে সহজেই মেনেছো পরাজয়।
ভয়ের শিকারে বিকিয়েছো চেনা সব স্মৃতির দোহাই,
অথচ বিভবের সেসব সিকি অচল হয়ে গেছে আজ,
পূরনো সেতুর কাছে লালসায় তুমিও যে ভীড় হও নারী
সুখ তবে প্রানহীন, মায়া বুঝি দেহের অধীন,
তবে কি দোষের দুকুল আজো তোমাকেই দিতে হয় পাড়ি,
এমন ধাতুর দামে কেনাকাটা, বিলাসের এই কি পরিধি
ঝুমকা নোলক নয়, খুজে ফেরা ফেরারী তোমায়,
সিকির সঞ্চয় বৃথা,বিনিময়ে বয়স কেনে না
তবুও আমার ঘর আড়ালে থেকেছে,
জোছনা বেমিল দূরে গাঢ় অন্ধকার,
বেজোড় খিলানগুলো যদিও ধ্বসেছে
কখনো খোজেনি সে নোঙ্গর আবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





