যতোখানি নির্জনতায় তুমি বসে আছো, একা, তার চেয়ে বেশী
সুনসান বিষ্ন্নতায়,
তোমার হলুদ জর্জেটের জামা, কোকড়ানো কালো চুল,
কিশোরী চোখে ভয় আর ভাবনা দাপিয়ে রহস্যের লোভ,
আটপৌরে বিছানায় দু’চোখের গহন নোঙ্গরে সমুদ্রের ডাক,
একজন ডাকছে তোমায়, শুনছো কি,
স্বপ্নের ধুসর উঠোনে জানি মেলেনি ডানা কোন শংখচিল
কল্পনার মেঘে ঢাকা ম্লান বিকেলও যেন প্রণয়ে সামিল
কতো আর কাটাবে রাত একা,
পা তুলে জড়োসরো হয়ে কতো আর বসে থাকা
একজন ডাকছে তোমায়, শুনছো কি!
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





