ভরদুপুরে তোমার ঘরে চুরি করলো যে,
নেকাব খুলে দেখোনি তুমি কে
দরোজা নাই ঘরের, তাই জানালা খুলে দেখা,
বয়স আমার ঝাঁপসা চোখে আড়াল হয়ে ডাকে।
অবহেলায় পালিয়ে গেছে লোভের কাকাতুয়া,
ঝরা পালকে তবু তোমার গন্ধ লুকিয়ে থাকে।
একটু খানি ছোঁবো বলে তোমার কাছে আসি,
তুমি উড়ে চলে যাও, কোন আকাশে, লোভের লাস্যে ভেসে
নিলাম হোলো জোছনা যখন, তুমি হাসছো খুব সুখে।
চুরি হয়েছে সব ঘরদোর, ভালোবাসার দামে,
তবু বসেই থাকি, মনের ঘরে লুকিয়ে রেখে তাকে
একটা কিছু বলবো ভেবে কাছে আসি,
বলতে খুব ইচ্ছে করে ভালোবাসি,
হয় না বলা, কাছে বা দূরে,
সবকিছু যে মিলিয়ে গেছে শূন্য ভিটায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





