আমি যখন পালাতে গেলাম বাড়ি,
জোছনা তখন খনন করে হৃদয়,
আড়াল থেকে ডাকছে শুক সারি,
রূপকথাতেই এখন আমার ভয়।
কেউ ডাকেনি, কাদছে একটা ডাহুক,
মজাপুকুরের শ্যাওলা সবুজ জলে
নিজের বিম্বে পিপড়েরা করে ভীড়,
নাহয় আমি পালিয়ে থাকি আরো,
পরীর ডানায় উড়ে এলো বুঝি কেউ।
আমার না হয় নাম রেখেছো ভয়।
ডানা কাটলেই রূপবতী হয় রাত,
রাতের বুকে জোছনা পোহায় নদী,
তোমার কথা কেন যে মনে হয়।
তোমার কথা কেন যে মনে হয়।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১১ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





