হয়তো রোদগুলি আকাশের অনেক নীচে নেমে
ছুয়ে যায় মর্ত্যলোকের কীটগুলিকে
হয়তো আকারের খোজে নির্লিপ্ত আমরা
ভুলে যাই নিরাকার সত্ত্বাকে
হয়তো মানুষরূপী মানুষগুলির কাছে জীবন মানে
শুধুই এক টুকরো আবেগের পদলেহন
হয়তো জীবনের মানে শুধুই পীচঢালা পথের ওপর
পিষ্ট একটুখানি প্রাণ
হয়তো ছোট গল্পের ফটিকেরা পরাজিতদের দলে
জড়ো হয়... ভীড় বাড়ায়
হয়তো গল্পের শেষটা তাদের নয়...
হয়তো ভালোবাসা মানে শুধুই নির্লিপ্ত চেয়ে থাকা
কিংবা চোখের কোণে জমে থাকা এক টুপন্ত পানির ধারা
ঘ্রাণ পাই আমি
আমার শরীরের
আমার সন্তানের
আমার সত্ত্বার
খুবলে খাই সে সত্ত্বার সতীত্বকে
আমি নরপশু
আমি রক্তিম সূর্যে স্নান করতে চাই
শুদ্ধতার এতটুকু শুভ্রতার অনেক লোভ আমার....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





