উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলো অনেকদিন ধরে টেলিযোগাযোগ খাতে উন্নতির চেষ্টা চালিয়ে আসছিল। আর এই প্রচেষ্টাকে আশীর্বাদে পরিণত করেছে জনপ্রিয় মোবাইল নিমর্াতা প্রতিষ্ঠান মটোরোলা। উন্নয়নশীল দেশগুলোর সাধারণ জনগণ যেন স্বল্পমূল্যে মোবাইল ফোন ব্যবহার করতে পারে সেদিকে এবার নজর দিয়েছে মটোরোলা কোম্পানী। শুনতে ও বেশ অবাক লাগছে যে, প্রায় 30 ডলার বা তার নিচে খরচ পড়বে । শুধু দাম কমিয়েই নয় মোবাইল ফোন যেন আরো কার্যকরী ভূমিকা রাখতে পারে সেদিকে লক্ষ্য রেখে টকটাইম এবং স্ট্যান্ডবাইটাইম বাড়িয়ে যথাক্রমে 450 মিনিট এবং 330ঘন্টা রাখা হয়েছে। সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে মোবাইল ফোন এনে দেবার পুরো কৃতিত্বই যে মটোরোলার সেটা জানাতে ভুল করেননি জিএসএমএ কোম্পানীর প্রধান ক্রেইগ এরলিক। মটোরোলা আগামী বছরের শুরুতেই 17টি উন্নয়নশীল দেশের প্রায় 1.8 বিলিয়ন মানুষের মধ্যে অল্প দামে মোবাইল পৌঁছুতে সক্ষম হবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির সাথে জড়িত অনেকেই।
কেনিয়া,দক্ষিণআফ্রিকা,নাইজেরিয়া,কঙ্গো,তিউনিশিয়া,মিশর,তুরস্ক,থাইল্যান্ড,ফিলিপাইন,ইন্দেনেশিয়ার,ভারত,শ্রীলংকা, মালয়শিয়া,আলজেরিয়া,বাংলাদেশ,পাকিস্তান সরকার ও সাধারণ জনগণ স্বল্পমূল্যে মোবাইল পাবার ব্যাপারটিকে টেলিযোগাযোগ খাতে উন্নতির অংশ হিসেবেই অভিহিত করেছেন।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৬ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



