নেত্রীর কাছে প্রশ্ন ,শান্তিপূর্ণ আন্দোলনে লগি বৈঠা কি খুবই প্রয়োজন?যদি এইধরনের আন্দোলন শান্তিপূর্ণ হয় তাহলে আড়াই ডজন মানুষের নির্মম হত্যাকান্ড কেন? লাশের ওপর উপহাসের নৃত্য ও গান সভ্য জগতে কোন ধরনের গণতান্ত্রিক চচর্া ?
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ তার এক লেখায় বলেছিলেন,'হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশুপাখির দিকে।' তাই লগি-বৈঠা দিয়ে শান্তুিপূর্ণ আন্দোলন সম্ভব নয়।
28অক্টোবরে লগির ব্যবহার দেখুন নীচে
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৬ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



