ব্লগ-১: Click This Link
ব্লগ-২: http://www.sachalayatan.com/guest_writer/46801
আমার কথা
১। আন্দোলনের মূলভিত্তি নৈতিক ছিল এটা কি এখনো বলা যায়? আমাদের শিক্ষকরা কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও ডিএসডব্লিঊ আর পরীক্ষা নিয়ন্ত্রককে সরিয়েছেন। অথচ তাঁরা দায়িত্বই নিয়েছিলেন এই আন্দোলন শুরু পরে এবং তাঁদের দায়িত্বকালে কোনো অনিয়ম হয়েছে বলেও জানা যায় নি। ডঃ হেলালী স্যার প্রফেসর পদ ছেড়ে, ছাত্রদের শিক্ষাদানের দায়িত্ব ছেড়ে দুইধাপ নিচে নেমে রেজিস্টার পদ নিলেন। এগুলো তো এখন এই আন্দোলনকে শিক্ষকদের হালুয়ারুটি রক্ষার আন্দোলন বলেই ইঙ্গিত করে।
২। অনেকেই এখন সেভ আওয়ার বুয়েট একাউন্টের ভূমিকাকে গৌণ করে দেখা্নোর চেষ্টা করছেন। কিন্তু সেই একাউন্ট না থাকলে এই আন্দোলনে এই উপস্থিতির এক-পঞ্চমাংশও থাকতো কিনা সন্দেহ। এখান থেকে বিবেকের দোহাই, পৌরষের দোহাই কি দেয়া হয় নি ছাত্রছাত্রীদের উপস্থিত হওয়ার জন্য?
৩। বুয়েটের মোট শিক্ষার্থী ৮০০০জন। আর বলা হচ্ছে এই আন্দোলনে ২০০০জন উপস্থিত ছিল! কিন্তু আমি যতদূর জানি এই আন্দোলনে সর্বাধিক উপস্থিতি ছিল শহীদ মিনারে শপথ পাঠের দিন (যদিও শিক্ষকরাই সেই শপথ সবার আগে ভেঙ্গেছিলেন এবং নিজেদের বাঁচিয়ে ছাত্রদের মাঠে ঠেলে দিয়েছিলেন)। কিন্তু সেইদিনও যতভাবেই খোঁজ নিয়েছি সংখ্যা ১০০০-১২০০ জনের বেশী যায় নি। এই ১২০০ জনের মধ্যে ছিল প্রায় ৩০০জন শিক্ষক, আরো ২০০-৩০০জন অ্যালামনাই আর প্রায় ২০০জন কর্মচারী। তাহলে সেখানে ছাত্রছাত্রীদের সংখ্যাটা কত ছিল? এই সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যে কেউ এসেছিল তাদের অ্যাডভাইজরের, সুপারভাইজরের আহবানে। এখানে শিবির সংখ্যা ১০জন না, কমপক্ষে ১০০জন হবে। আর ৫০০জনে ১০০ জন বিশেষ উদ্দেশ্য হাসিলে আসা মানুষ বাকি ৪০০জন নিরীহ অংশগ্রহণকারীর চেয়ে যথেষ্টই ভয়ংকর।
৪। আমাদের শিক্ষকরা বলেছেন তারা ২৫জন ডিন-বিভাগীয় প্রধান পদত্যাগ করেছেন। কোনো প্রমাণ? নাই। তারা বলেছেন তারা সাড়ে তিনশ এর অধিক শিক্ষক পদত্যাগে প্রস্তুত আছেন। প্রমাণ? নাই। তারা বলেছেন রেজাল্ট ইঞ্জিনিয়ারিং। কিন্তু সেই ছাত্রের সিজিপিএ আগে কত ছিল, অনিয়ম করার পরে কত হলো এ সংক্রান্ত কোনো কাগজপত্র? নাই। কিন্তু তবুও আমরা তাদের কথা মেনে নাচতে নাচতে আন্দোলনে চলে এলাম। কিন্তু পিয়াল, আইজু বিরোধিতা করে, অবিশ্বাস করে গালি খেলো। এখন প্রমাণ দেখিয়েও খাচ্ছে। তো তাঁরা ক্ষেপবে না?
৫। অনেকে অনেক কথা বলছেন। শিবিরের রাজনীতি, আন্দোলনে শিবিরের উপস্থিতি, বিভিন্ন জায়গায় শিবির থাকা এসবকে জানতাম না, বুঝতাম না, স্বাভাবিক ইত্যাদি নানা কথা বলে আকারে ইঙ্গিতে জাস্টিফাই করে নিচ্ছেন, আবার শেষে নানান সমাধানও দিচ্ছেন। এইবার আমি একখান সমাধান দেই, শুনেন। প্রথমেই এই বুয়েট সেরা, বুয়েট সেরা গরব ছাড়েন। তারপর নিজেদের ত্রুটি-বিচ্যুতিগুলো স্বীকার করার চেষ্টা করেন। এরপর আসেন, হাতে হাত, বুক বুক মিলায়া ছাগুনিধনে নামি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


