যখন নিঝুম রাতে... সব কিছু চুপ...
নিষ্প্রাণ নগরীতে ঝিঁঝিঁর আগুন
আমি চাঁদের আলো হয়ে...
তোমার কালো ঘরে... জেগে রই
সারা নিশি...।
এতটা ভালবাসি...
একি আপরুপ সুন্দর তার স্বপ্নের
বর্ষার রাতে আমি ভিজে ভিজে
মরি নি যে...
কখোন প্রভাতে... দেখি অন্ধকার মাঝে
আলো ছায়ায় তার নুপূর বাজে
আমি যে ভেবে ভেবে শিহরিত...
আমি সূর্যের আলো হয়ে তোমার
চলার পথে... ছায়া হয়ে তোমায় দেখি
এতটা ভালবাসি.।
ছবিঃ বাংলার কাকতাড়ুয়া
গানঃ এতটা ভালবাসি (cordworld.blogspot.com)
সূত্রঃ http://www.youtube.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




