০ হত্যার আগে বিউটিকে ধর্ষণের অভিযোগ
০ নিহতের পিতা পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে
০ ধর্ষণের কথা জানিয়ে দেবার কথা বলাতেই কি এই পরিণতি!
মিরপুরে এক মহিলা গার্মেন্টস কর্মীকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে_ এমন খবরে শত শত গার্মেন্টস কর্মী রাসত্মায় নেমে অবরোধ করেছে। বিৰুব্ধ গার্মেন্টস কর্মীরা যানবাহন ভাংচুর ও অগি্নসংযোগের চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে অন্তত পঞ্চাশ রাউন্ড টিয়ারশেল ও রবার বুলেট ছুড়তে হয়েছে। এ সময় পুলিশ ও গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অনত্মত ১৫ জন আহত হয়েছে। পুলিশ এক মহিলা গার্মেন্টস কর্মকর্তাকে গ্রেফতার করেছে। অপরদিকে নিহতের পিতা বাদী হয়ে গার্মেন্টসের ৫ কর্মকর্তার বিরম্নদ্ধে মামলা দায়ের করেছেন।
শুক্রবার সকালে মিরপুর ২ নম্বরে ভারটেঙ্ গার্মেন্টসের কর্মী বিউটির (২০) মৃতু্য হয়। বিউটির পিতার নাম আবুল কালাম। তাদের বাড়ি খুলনা জেলার সোনাডাঙ্গায়। নিহত বিউটি মিরপুরের বিশিল এলাকায় সপরিবারে বসবাস করতেন। এদিকে বিউটির মৃতু্যর কারণ সম্পর্কে মুহূর্তেই পরস্পর বিরোধী তথ্য প্রকাশ পায়। গার্মেন্টস কতর্ৃপৰের দাবি, বিউটি সহকর্মীদের সঙ্গে ফ্লোর থেকে বের হয়ে ছাদে যায়। গরমের কারণে সে গার্মেন্টসের ছাদে হাঁটাহাঁটি করছিল। ছাদে হাঁটার সময় অনবধানবশত পা ফসকে নিচে পড়ে গেলে তার মৃতু্য হয়। কিন্তু গার্মেন্টস কর্মীদের দাবি, বিউটিকে জরম্নরী কাজের কথা বলে গার্মেন্টসের কয়েকজন কর্মকর্তা তাদের রম্নমে যেতে বলে। সেখানে তাকে কুপ্রসত্মাব দেয়া হয়। এতে বিউটি চরম আপত্তি করে। পরে কর্মকর্তারা তাকে মারধর করে। মারধরে দুর্বল হয়ে পড়লে পরে কর্মকর্তারা তাকে ধর্ষণ করে। বিউটি কর্মকর্তাদের এমন আচরণ অন্যান্য সহকর্মীর কাছে প্রকাশ করে দেয়ার ভয় দেখায়। এতে বিপাকে পড়ে কর্মকর্তারা। পরে বিউটিকে ছাদ থেকে ফেলে দিয়ে নাটক সাজিয়ে বিউটির মৃতু্যর রহস্য ধামাচাপা দেয়ার চেষ্টা করে। মুহূর্তেই এমন খবর ছড়িয়ে পড়লে শত শত গার্মেন্টস কর্মী রাসত্মায় নেমে বিৰোভ করতে থাকে। এ সময় আশপাশের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরাও বিৰোভে অংশ নেয়। বিৰোভকারীরা মিরপুর-গুলিসত্মান সড়ক বন্ধ করে দেয়। বিৰোভকারীরা বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালায়।
খবর পেয়ে পুলিশ ও র্যাব দ্রম্নত ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ গার্মেন্টস শ্রমিকদের রাসত্মা থেকে উঠিয়ে দেয়ার চেষ্টা করলে বিৰোভকারীরা পুলিশকে গালাগাল দিতে থাকে। পুলিশকে লৰ্য করে ইটপাটকেল নিৰেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ গার্মেন্টস শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে। এ সময় পুলিশের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের দফায় দফায় সংর্ঘষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ এক পর্যায়ে টিয়ারশেল ও রবার বুলেট নিৰেপ করে। এ সময় পুরো এলাকায় বারম্নদের গন্ধ ছড়িয়ে পড়ে। পথচারীরা পড়ে মহাবিপাকে। রাসত্মায় থাকা লোকজন ও আশপাশের মার্কেটের লোকজন কাগজ পুড়িয়ে টিয়ারশেলের ঝাঁঝালো গ্যাসের তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশকে অনত্মত অর্ধশত রাউন্ড টিয়ারসেল ও রবার বুলেট নিৰেপ করতে হয়েছে। সংঘর্ষে পুলিশ, গার্মেন্টস শ্রমিক ও পথচারীসহ অনত্মত ১৫ জন আহত হন। ভাংচুর হয়েছে অনত্মত ১০টি যানবাহন।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা দ্রম্নত ঘটনাস্থলে পেঁৗছে। পরে মাইকিং করে সংসদ সদস্য আসলামুল হক ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা। বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে বেলা আড়াইটার দিকে প্রথম দফায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যার পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়। এদিকে গার্মেন্টস কর্মীরা ঘোষণা দিয়েছে, বিষয়টির সুষ্ঠু সমাধান না করা হলে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। এছাড়া বিউটি হত্যার সঙ্গে জড়িতদের চাকরিচু্যতিসহ দৃষ্টানত্মমূলক শাসত্মি দাবি করেছেন বিৰোভকারীরা। পরে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা গার্মেন্টস মালিক মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ওসমান গনির সঙ্গে যোগাযোগ করেন। তিনি বিষয়টির সুষ্ঠু সমাধান করার আশ্বাস দিয়েছেন।
পরে বিউটির পিতা আবুল কালাম বাদী হয়ে ভারটেঙ্ গার্মেন্টেসের কর্মকর্তা ঝর্ণা, আরিফ, মিঠু ও জাহানারাসহ ৫ কর্মকর্তাকে আসামি করে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জনকণ্ঠকে জানান, বিউটি যে ফ্লোরে কর্মরত ছিলেন সেই ফ্লোরের ইনচার্জ ও বিউটির পিতার দায়ের করা মামলার আসামি ঝর্ণাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বিউটির মৃতু্যর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্র্যাব মোতায়েন রয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



